International Olympic Day 2021: আজ আন্তর্জাতিক অলিম্পিক্স দিবস, জানুন এই দিনের মাহাত্ম্য ও ইতিহাস
প্রতিবছর ২৩ জুন পালিত হয়ে আসছে আন্তর্জাতিক অলিম্পিক্স দিবস। উদ্দেশ্য, ক্রীড়া ও স্বাস্থ্যের উদযাপন। ১৮৯৪ সালের আজকের দিন প্রতিষ্ঠিত হয়েছিল আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি। দিন উদযাপনের লক্ষ্য হল জনমানসে ক্রীড়ার প্রচার ও ক্রীড়াকে জীবনের অত্যাবশ্যক অঙ্গ হিসেবে যুক্ত করার বার্তা দেওয়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appখ্রীষ্টপূর্ব অষ্টম শতাব্দী থেকে চতুর্থ শতাব্দী পর্যন্ত গ্রিসের অলিম্পিয়াতে অনুষ্ঠিত হওয়া আদি অলিম্পিক গেমসের অনুপ্রেরণায় সৃষ্টি হয়েছে বর্তমান নব্য অলিম্পিক্সের।
১৮৯৪ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠা করেন ফরাসি ব্যারন পিয়ের দ্য ক্যুবের্তাঁ। সেখানেই বর্তমান অলিম্পিক গেমসের ভিত্তি স্থাপিত হয়েছিল।
১৯৪৭ সালে চেকোস্লোভাকিয়ায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য ডক্টর গ্রাস স্টকহোমে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ৪১ তম রিপোর্টে প্রথম প্রস্তাব করেন অলিম্পিক দিবস হিসেবে একটি দিন পালন করা হোক।
এক বছর পর ১৯৪৮ সালে অলিম্পিক আয়োজক কমিটি ২৩ জুনকে আন্তর্জাতিক অলিম্পিক দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেয়। প্যারিসের সর্বোর্নে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্থাপন হওয়ার দিনটিকেই এই দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এই দিবসের অন্যতম লক্ষ্য হল যত বেশি সম্ভব মানুষকে অলিম্পিকে অংশগ্রহণ করার জন্য উদ্বু্দধ করা। পাশাপাশি, জনমানসে অলিম্পিক আন্দোলন সম্পর্কে অবগত করা।
অলিম্পিক্সের অন্যতম ভিত হল এগিয়ে চলা, শেখা ও আবিষ্কার করা। এই তিন স্তম্ভকে হাতিয়ার করে বিভিন্ন দেশের জাতীয় অলিম্পিক কমিটি ক্রীড়া, সংস্কৃতি ও শিক্ষার মাধ্যমে বয়স, লিঙ্গ, সামাজিক পরিচিতি ও ক্রীড়া দক্ষতার ঊর্ধ্বে উঠে অলিম্পিক্সে অংশগ্রহণ করার অনুপ্রেরণা দিয়ে চলেছে।
চলতি বছরের থিম হল সুস্থ থাকুন, সবল থাকুন, সক্রিয় থাকুন। বহু দেশে স্কুলের পাঠ্যক্রমেও অন্তর্ভুক্ত করা হয়েছে অলিম্পিক্স ও এই দিবসের গুরুত্বকে বোঝাতে।
২০২০ সালে জাপানে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, বিশ্বজুড়ে কোভিড পরিস্থিতির জন্য তা পিছিয়ে যায় ২০২১ সালে। অর্থাৎ চলতি বছর। গত ২১ তারিখ, জাপানের আধিকারিকদের সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনায় বসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
জানা গিয়েছে, ১০ হাজার দর্শককে অলিম্পিক কেন্দ্রগুলিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -