IPL 2023 Fastest Half Century: তিনি নাকি টি-টোয়েন্টিতে অচল! সেই রাহানেই করলেন দ্রুততম হাফসেঞ্চুরি
বলা হয়, তিনি নাকি টেস্ট ক্রিকেটার। টি-টোয়েন্টি ফর্ম্যাটে অচল আধুলি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযদিও ব্যাট হাতে কুড়ি বিশের জগতেও যে আলো ছড়াতে পারেন, শনিবার তা প্রমাণ করে দিলেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)।
মুম্বই ইন্ডিয়ান্স (MI vs CSK) বোলিংকে ছারখার করে মাত্র ২৭ বলে ৬১ রান করলেন। তাঁর ইনিংসে রয়েছে ৭টি চার ও ৩টি ছক্কা।
ব্যাট হাতে দুরন্ত ছন্দে মুম্বইয়ের তারকা। মাত্র ১৯ বলে ৫০ রান পূর্ণ করেন তিনি।
চলতি আইপিএল-এ দ্রুততম হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত ২৭ বলে ৬১ রান করে ফিরলেন রাহানে।
রাহানে পেরিয়ে গেলেন জস বাটলার ও শার্দুল ঠাকুরকে। দুজনই ২০ বলে হাফসেঞ্চুরি করেছেন চলতি আইপিএলে।
তিনি মুম্বইয়ের ক্রিকেটার। ওয়াংখেড়ে স্টেডিয়ামকে চেনেন হাতের তালুর মতো। ঘরোয়া ক্রিকেটে মুম্বইকে নেতৃত্বও দিয়েছেন।
অথচ শনিবারের ম্যাচে খেলারই কথা ছিল না রাহানের। মঈন আলি অসুস্থ হয়ে পড়ায় আচমকাই জানতে পারেন যে, ঘরের মাঠে খেলার সুযোগ পাচ্ছেন তিনি।
ম্যাচের পর রাহানে বলেছেন, 'আমি ভীষণ উপভোগ করেছি। টসের আগে জানতে পারি আমি খেলব। মঈন আচমকা অসুস্থ হয়ে পড়েছিল। ফ্লেম (কোচ স্টিফেন ফ্লেমিং) আমাকে জানায় যে, খেলছি।'
রাহানে যোগ করেন, 'ঘরোয়া ক্রিকেটে আমার মরসুমটা ভাল গিয়েছে। শুধু নিজের ছন্দ বজায় রাখার চেষ্টা করেছি। টাইমিংয়ে জোর দিয়েছি। শুধু এটা উপলব্ধি করা জরুরি যে, ম্যাচ খেলছি। আইপিএল লম্বা টুর্নামেন্ট আর কেউই জানে না কখন সুযোগ চলে আসবে।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -