IPL: আজ গুজরাত বনাম মুম্বই ম্যাচে নজরে থাকবেন যে যে ক্রিকেটাররা?
আজ আইপিএলে প্রথম ম্যাচ। মুখোমুখি হতে চলেছে গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএখনও পর্যন্ত ২টো দল ২ বারই মুখোমুখি হয়েছে। ২ বারই হারতে হয়েছে ধোনির দলকে।
গুজরাত টাইটান্সের জার্সিতে আজকের ম্যাচে বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন মহম্মদ শামি। গত মরসুমে ১৬ ম্যাচ খেলে ২০ উইকেট তুলে নিয়েছিলেন।
রশিদ খান এই ফর্ম্যাটে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। আজকের ম্যাচে চেন্নাই মিডল অর্ডারকে ফেরানোর দায়িত্ব থাকবে তাঁর কাঁধে।
বোলিং গড় ২৪.৪০। এই মুহূর্তে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পেসার বাংলার শামি।
চেন্নাই সুপার কিংসের রবীন্দ্র জাডেজা রয়েছেন তালিকায়। টি-টােয়েন্টি ফর্ম্যাটে মাঝের ওভারগুলোতে রান আটকে দিতে ওস্তাদ জাদেজা।
সদ্য টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে বোলারদের তালিকায় শীর্ষস্থান অধিকার করেছেন রশিদ খান। পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ৩ উইকেট নিয়েছিলেন।
রুতুরাজ গায়কোয়াড চেন্নাই সুপার কিংসের জার্সিতে ২০২১ সালে অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন। সেবার ১৬ ম্যাচে ৬৩৫ রান করেছিলেন তিনি।
গত মরসুমে ১৪ ম্যাচে ৩৬৮ রান করেছিলেন রুতুরাজ। গড় ২৬.২৯।
ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকসকে এবার নিয়েছে সিএসকে। প্রথম কয়েকটি ম্যাচে হয়ত বল হাতে দেখা যাবে না স্টোকসকে।
রাজস্থানের জার্সিতে নজরকাড়া আইপিএল পারফরম্যান্স দেখা গিয়েছে স্টোকসের।
ডেভিভ মিলারের অনুপস্থিতিতে হার্দিক পাণ্ড্যর ওপর বাড়তি দায়িত্ব থাকবে। ব্যাটে- বলে দলকে ভারসাম্য জোগান তিনি।
গত মরসুমে ১৪ ম্য়াচ খেলে হার্দিক পাণ্ড্য ৪৮৭ রান করেছিলেন। গড় ৪৪.২৭।
চেন্নাই সুপার কিংসের অভিজ্ঞ তারকা অলরাউন্ডার জাডেজা সিএসকের লিডারশিপ গ্রুপের অন্যতম সদস্য।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -