Andre Russell: রাসেলের চোট কোথায়? ধোঁয়াশা বজায় রাখছে কেকেআর, কাল খেলবেন?
ইডেনে তখন ব্যাট হাতে ঝড় তুলেছেন সানরাইজার্স হায়দরাবাদের (KKR vs SRH) ব্যাটাররা। মাত্র ৪ ওভারে বিনা উইকেটে ৪৬ রান উঠে গিয়েছে বোর্ডে। নীতীশ রানা (Nitish Rana) বল তুলে দিলেন তাঁর হাতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর 'ম্যান উইথ দা গোল্ডেন আর্ম' হয়ে হাজির হলেন আন্দ্রে রাসেল (Andre Russell)। প্রথম বলেই তুলে নিলেন উইকেট। পরে আরও দুটি উইকেট তুলে নিলেন দ্রে রাস।
তবু শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের মাঝপথেই প্রবল উদ্বেগে পড়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স শিবির। কারণ, চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন রাসেল। তাঁর পরিস্থিতি এতটাই সঙ্গিন হয়ে পড়েছিল যে, নিজে হেঁটে বেরতে পারেননি।
রীতিমতো দুজন সাপোর্ট স্টাফের কাঁধে ভর করে মাঠ ছাড়েন ক্যারিবিয়ান অলরাউন্ডার। দেখা যায়, ডান পা ঠিকমতো মাটিতে ফেলতেই পারছেন না রাসেল।
দ্বিতীয় ওভার বল করতে গিয়েই বিপত্তি। ওভারের তৃতীয় বলটি করার পরই দেখা যায়, পায়ে হাত দিয়ে বসে পড়েছেন রাসেল। তখনই অনেকে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন।
মাঠে দৌড়ে যান কেকেআরের ফিজিও ও ট্রেনার। শুশ্রূষা নেওয়ার পর উঠে দাঁড়ান রাসেল। সেই ওভারটি শেষ করেন।
তবে বিপদ এড়ানো যায়নি। হায়দরাবাদ ইনিংসের ঊনিশতম ওভারে ফের রাসেলের হাতে বল তুলে দেন নীতীশ রানা। প্রথম বলটি ওয়াইড করেন রাসেল। দ্বিতীয় বলে তিনি তুলে নেন অভিষেক শর্মার উইকেট। তবে শার্দুল ঠাকুর ক্যাচ নেওয়ার পরই দেখা যায়, ফের ধরাশায়ী রাসেল। এবার আর শুশ্রূষার পরেও হাঁটতে পারছিলেন না। শেষে সাপোর্ট স্টাফের দুই সদস্যের কাঁধে হাত দিয়ে মাঠ ছাড়েন। নাইট ভক্তদের একরাশ উদ্বেগের মাঝে।
পরে অবশ্য ব্যাট করতে নেমেছিলেন রাসেল। রান পাননি। মাত্র তিন রান করে ফেরেন। তাঁর হাঁটাচলায় ছিল অস্বস্তি।
কেকেআর ক্যাপ্টেন নীতীশ রানা জানান, রাসেলকে নিয়ে উদ্বেগের কিছু নেই। তীব্র গরমে তাঁর নাকি পেশির টান ধরেছিল। তবে রাসেলকে দেখে অনেকেরই মনে হয়েছে, হাঁটু বা গোড়ালিতে চোট রয়েছে রাসেলের।
রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ কেকেআরের। সেই ম্য়াচে কি খেলতে পারবেন রাসেল? নাইট শিবির থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। রাসেলকে নিয়ে তাই তৈরি হয়েছে ধোঁয়াশা। - পিটিআই, আইপিএলটি২০
- - - - - - - - - Advertisement - - - - - - - - -