Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
IPL 2023: মাস্ক পরে ঈদের উৎসবে সামিল রশিদ, মাঠেও খুশির দিন গুজরাতের
খুশির ঈদ (Eid 2023)। আর তাঁরা বাড়িতে নেই। পরিবারের সদস্যদের থেকে অনেক দূরে। তা বলে কি উদযাপন করবেন না!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঈদের দিন সকলে মিলে একসঙ্গে নমাজ পড়লেন গুজরাত টাইটান্সের (GT) ক্রিকেটারেরা। একে অপরকে শুভেচ্ছা জানালেন রশিদ খান, মহম্মদ শামিরা।
কয়েকদিন আগে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই ছবিতে দেখা গিয়েছিল যে, রশিদ খানদের সঙ্গে মেঝেতে কার্পেট বিছিয়ে বসে ইফতার সারছেন হার্দিক পাণ্ড্য।
যিনি গুজরাত টাইটান্সের অধিনায়ক। হার্দিকের নেতৃত্বে গতবার আইপিএলে নেমেই চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত টাইটান্স।
দলের ক্রিকেটারদের সংহতি যে তাঁদের কাছে কত বড় সম্পদ, একাধিকবার তা বলেছেন হার্দিক।
ক্রিকেট মাঠে যে ধর্মের ভেদাভেদ প্রভাব ফেলে না, সেটা প্রতিফলিত হয়েছিল রশিদ খানদের সঙ্গে হার্দিকের ইফতারে যোগ দেওয়ার ছবিতে।
পবিত্র ঈদের দিনই গুজরাত টাইটান্স মাঠে নেমেছিল। লখনউয়ের একানা স্টেডিয়ামে হার্দিকদের প্রতিপক্ষ ছিল কে এল রাহুলের লখনউ সুপার জায়ান্টস।
সেই ম্যাচে ৭ রানে লখনউকে হারিয়ে দিয়েছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত।
গুজরাত টাইটান্স তাদের সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেছে। সেখানে আফগানিস্তানের রশিদ, ভারতের শামিরা মিলেমিশে একাকার। সকলে মিলে একসঙ্গে খুশিতে মাতোয়ারা হয়েছেন।
ছবি ও ভিডিওতে আরেকটি ব্যাপার নজর কেড়ে নিয়েছে। রশিদ খানকে দেখা গিয়েছে মুখে মাস্ক পরে থাকতে। যা দেখে অনেকে আফগান স্পিনারের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। বলাবলি হচ্ছে যে, ভারতে করোনা পরিস্থিতি ফের খারাপের দিকে যাচ্ছে। আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এই পরিস্থিতিতে ঈদের উৎসবেও মাস্ক পরে যোগ দেওয়াটা আসলে রশিদ খানের দায়িত্ববোধের পরিচয় দিচ্ছে। ছবি - জিটি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -