Gautam Gambhir: লখনউ বলছে 'বিরাট ভরসা', গম্ভীরকে গুরুত্বই দিচ্ছে না কেকেআর শিবির
২০১১ সালে ভারতের ওয়ান ডে বিশ্বকাপ জয়ের বছরে তাঁকে আইপিএল অধিনায়ক করেছিল কলকাতা নাইট রাইডার্স। ২০১২ সালে তাঁর নেতৃত্বেই প্রথমবার আইপিএল জয়ের স্বাদ পায় কেকেআর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২ বছর পর আবার নাইটরা আইপিএল চ্যাম্পিয়ন হল গৌতির নেতৃত্বেই। ২০১৪ সালে। বেঙ্গালুরুতে রূপকথার ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে।
সেই শেষ। তারপর থেকে দেখতে দেখতে প্রায় ৯ বসন্ত পার। নাইট শিবিরে আর আইপিএল ট্রফি ঢোকেনি। গম্ভীরও এখন নতুন ভূমিকায়। লখনউ সুপার জায়ান্টসের মেন্টর তিনি।
ইডেন গার্ডেন্সে আইপিএলের ম্যাচে অ্যাওয়ে টিমের ডাগ আউটে বসছেন গম্ভীর, কেকেআর সমর্থকদের কাছেও যেন অপ্রত্যাশিত দৃশ্য।
গম্ভীর এখন কেকেআরের নির্ভরতা নন, বরং সবচেয়ে বড় কাঁটা। ইডেনের উইকেট চেনেন হাতের তালুর মতো। তাঁর মগজাস্ত্র নাইটদের গেমপ্ল্যান ওলটপালট করে দিতে পারে।
এবিপি লাইভের প্রশ্নে লখনউ সুপার জায়ান্টসের বোলিং কোচ মর্নি মর্কেল শুক্রবার বলছিলেন, 'গৌতির অভিজ্ঞতা ড্রেসিংরুমে বিরাট প্রাপ্তি। বিশেষ করে এখানকার পরিবেশ-পরিস্থিতিতে।'
কেকেআরের মহাগুরু চন্দ্রকান্ত পণ্ডিত যদিও প্রতিপক্ষ ডাগ আউটে গম্ভীরের উপস্থিতিকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ।
যাঁকে নিয়ে এত চর্চা, সের গম্ভীর কিন্তু নীরব। নিঃশব্দে ইডেনে প্রবেশ করলেন।
বৃষ্টিতে ভেস্তে যাওয়ার আগে পর্যন্ত ক্রুণাল পাণ্ড্য, মার্কাস স্টোইনিসদের প্রস্তুতির তত্ত্বাবধান করলেন। বৃষ্টি নামতেই মাঠ ছাড়লেন।
মেন্টর গম্ভীর হয়তো সব প্রশ্নের জবাব মাঠেই দিতে চান। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -