SRH vs RCB: কিংগ কোহলির সেঞ্চুরিতে জলে গেল ক্লাসেনের শতরান, তৈরি হল একাধিক রেকর্ড
আরসিবির বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদের শুরুটা খানিকটা দুঃস্বপ্নের মতোই হয়। সানরাইজার্সের দুই ওপেনারই ব্যর্থ হন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকই ওভারে অভিষেক শর্মাকে ১১ ও রাহুল ত্রিপাঠীকে ১৫ রানে সাজঘরে ফেরান মাইকেল ব্রেসওয়েল।
২৮ রানে দুই উইকেট হারিয়ে ফেলার পর সানরাইজার্সের হয়ে ক্লাসেন ও মারক্রাম ৯৬ রান যোগ করেন। এর মধ্যে মারক্রামের অবদান ছিল ২০ বলে ১৮ রান।
গোটা মরসুম জুড়েই বিধ্বংসী ফর্মে থাকা ক্লাসেন এদিনও ব্যাট হাতে জ্বলে উঠেন। নিজের আইপিএল কেরিয়ারের প্রথম শতরান হাঁকান তিনি।
ক্লাসেন ১০৪ রান করেন। ব্রুক তাঁকে যোগ্য সঙ্গ দেন। তিনি ১৯ বলে ২৭ রান করেন। ২০ ওভারে ১৮৬/৫ তোলে সানরাইজার্স।
জবাবে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং শুরু করেন আরসিবির দুই ওপেনার বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসি। দুইজনে ওপেনিংয়েই ১৭২ রান যোগ করেন, যা হায়দরাবাদের ঘরের মাঠে তাঁদের বিরুদ্ধে সর্বোচ্চ।
চলতি টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক ফাফ ৪৭ বলে ৭১ রানের ইনিংস খেলেন।
৬২ বলে নিজের আইপিএল কেরিয়ারের ষষ্ঠতম শতরান হাঁকান বিরাট। ক্রিস গেলের সঙ্গে যুগ্মভাবে এটি সর্বোচ্চ। তবে শতরানের পরের বলেই কোহলি সাজঘরে ফেরেন।
শেষমেশ চার বল বাকি থাকতেই আরসিবি ৮ উইকেটে ম্যাচ জিতে নেয়। এই প্রথমবার আইপিএলে দুই দলের ব্যাটারই এক ম্যাচে শতরান হাঁকালেন। কোহলির দাপটে জলে গেল ক্লাসেনের চোখধাঁধানো ইনিংস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -