KKR vs RR: কলকাতা-রাজস্থান, দুই শিবিরেই স্পিনের গর্জন, পাল্লা ভারি কাদের?
আইপিএলে ইডেনে বৃহস্পতিবার মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। যে ম্যাচকে দুই দলের স্পিন শক্তির পরীক্ষা বলছেন অনেকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহবে নাই বা কেন! দুই দলের স্পিন বিভাগ টুর্নামেন্টের অন্যতম সেরা।
একদিকে কেকেআরের স্পিন ত্রিফলা - সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী ও সুয়াশ শর্মা।
নারাইন তাঁর সেই বিখ্যাত ছন্দে না থাকলেও, ক্যারিবিয়ান স্পিনারকে কখনওই হিসেবের বাইরে রাখা চলে না।
সঙ্গে দুরন্ত ছন্দে থাকা বরুণ চক্রবর্তী। ইডেনে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে যিনি বল হাতে দুরন্ত স্পেল করেছিলেন।
এখানেই শেষ নয়। রয়েছেন সুয়াশ শর্মা। লেগস্পিনার। তবে বৈচিত্রের জন্য তাঁকে রহস্য স্পিনারও বলা হয়।
অন্যদিকে রাজস্থান দলে আছেন আর অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, এম অশ্বিন ও অ্যাডাম জাম্পা। ফলে ঘূর্ণির লড়াই জমবে।
এবিপি লাইভের প্রশ্নে বুধবার রিঙ্কু সিংহ জানিয়েছেন যে, ঘরে মাঠে বেশি সুবিধা পাবেন কেকেআরের স্পিনাররা। এগিয়ে নাইটরাই।
অন্যদিকে রাজস্থানের ট্রেন্ট বোল্ট জানিয়েছেন, স্পিনের লড়াইয়ে তাঁরাই এগিয়ে।
ইডেনের যে পিচে খেলা, সেখানে স্পিনাররা বাড়তি সাহায্য পাবেন। উপভোগ্য ম্যাচ দেখার অপেক্ষায় সকলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -