KKR: ঘরের মাঠে বিরাট-যুদ্ধ, মোহালির দুঃস্বপ্ন ভুলে ইডেনে নামতে চান নাইটরা
মরসুম শুরুর আগে নতুন দায়িত্ব পেয়েছেন নীতীশ রানা। শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে কেকেআরের অধিনায়ক করা হয়েছে দিল্লির ক্রিকেটারকে। কিন্তু অধিনায়ক হিসাবে শুরুটা ভাল হল না নীতীশের। প্রথম ম্যাচেই হারতে হল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমোহালিতে অ্যাওয়ে ম্যাচ দিয়ে শুরু হল নাইটদের অভিযান। প্রতিপক্ষ ছিল পাঞ্জাব কিংস। যাদের বিরুদ্ধে আইপিএলে বরাবর ভাল রেকর্ড কেকেআরের।
কিন্তু পাঞ্জাবের কাছে এবার শুরুতেই ধাক্কা খেতে হয়েছে কেকেআরকে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে মাত্র ৭ রানে পরাস্ত হয়েছে কেকেআর।
পাঞ্জাবের কাছে পরাজয়ের পর রবিবার রাতে কলকাতায় ফিরলেন কেকেআরের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। শুরু হয়ে যাচ্ছে নতুন যুদ্ধের প্রস্তুতিও।
বৃহস্পতিবার, ৬ মার্চ ঘরের মাঠে নামছে কেকেআর। তিন বছর পর ইডেন গার্ডেন্সে দেখা যাবে নাইটদের।
সেই ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যারা প্রথম ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে অভিযান শুরু করেছে।
ঘরের মাঠে প্রথম ম্যাচে দুরন্ত ফর্মে দেখা গিয়েছে ডুপ্লেসি, কোহলিদের। রোহিত শর্মাদের কার্যত একপেশেভাবে হারিয়েছেন তাঁরা।
ঘরের মাঠে কেকেআরকেও কড়া পরীক্ষার মুখে পড়তে হতে পারে। আরসিবি-র বিরুদ্ধে ম্যাচও সহজ হবে না নাইটদের।
সোমবার থেকে ইডেনে প্রস্তুতিতে নেমে পড়ার কথা নাইটদের। হারের ধাক্কা কাটিয়ে দলকে ফের মানসিকভাবে চনমনে করে তোলার গুরুদায়িত্ব নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের।
দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে কেকেআর। ঘরের মাঠে দর্শকদের সামনে ২ পয়েন্ট পেতে মরিয়া থাকবেন নাইটরায। ছবি - কেকেআরের ফেসবুক থেকে নেওয়া
- - - - - - - - - Advertisement - - - - - - - - -