KKR vs LSG: বৃষ্টিতে পণ্ড ইডেনে কেকেআরের প্রস্তুতি, ম্যাচ ভেস্তে গেলে কী হবে?
শনিবার ইডেনে নামছে কলকাতা নাইট রাইডার্স। গ্রুপ পর্বে শেষ ম্যাচ নাইটদের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশনিবারের ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। যারা পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে। ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট-সহ।
কেকেআরের বিরুদ্ধে বিশেষ জার্সি পরে খেলবেন ক্রুণাল পাণ্ড্যরা। মোহনবাগান সুপার জায়ান্টসের সবুজ মেরুন জার্সি। যেহেতু দুই দলেরই মালিক সঞ্জীব গোয়েঙ্কা।
কেকেআরের বিরুদ্ধে সমস্ত মোহনবাগানিকে মাঠে এসে লখনউকে সমর্থন করার আবেদন জানিয়েছেন ক্রুণাল। কে এল রাহুল চোট পেয়ে ছিটকে যাওয়ায় যিনি লখনউকে নেতৃত্ব দিচ্ছেন।
বৃহস্পতিবার প্রস্তুতিতে নেমে পড়ার কথা ছিল কেকেআরের। সন্ধ্যা ৬টা থেকে রান ৯টা পর্যন্ত প্র্যাক্টিস সূচি ছিল কেকেআরের।
কিন্তু এদিন বিকেলে শুরু হল কালবৈশাখী। ঝড়ের সঙ্গে বৃষ্টি। নিমেষে ঢেকে ফেলা হল ইডেন গার্ডেন্স।
কেকেআর অবশ্য পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ইডেনে পৌঁছয়। যদিও বৃষ্টির জন্য প্রস্তুতি বাতিল করতে হয়। টিমহোটেলে ফিরে যান ক্রিকেটারেরা।
শনিবার ম্যাচের দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকার কথা। তবে বৃষ্টির জোরাল কোনও পূর্বাভাস নেই। যদি আচমকা বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়, তাহলে কী হবে?
কপাল পুড়বে কেকেআরের। সেক্ষেত্রে নাইটরা শেষ করবেন ১৩ পয়েন্টে। অর্থাৎ প্লে অফে যাওয়ার আর কোনও সুযোগ থাকবে না।
পয়েন্ট ভাগাভাগি হয়ে গেলে লখনউয়ের সুবিধা। কারণ, সেক্ষেত্রে লখনউয়ের পয়েন্ট হবে ১৬। প্লে অফে পৌঁছে যাবেন ক্রুণাল-মার্কাস স্টোইনিসরা। ছবি - কেকেআর, নিজস্ব চিত্র
- - - - - - - - - Advertisement - - - - - - - - -