IPL 2023: আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন রান এক ইনিংসে, ফিরে দেখা সেই ম্যাচগুলো
২০১৭ সালে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মাত্র ৬৭ রানে অল আউট হয়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকার হাতেই সেদিন দিল্লির ব্যাটিংয়ে ধস নামিয়েছিলেন পাঞ্জাবের পেসার সন্দীপ শর্মা। ২০ রানের বিনিময়ে তুলে নিয়েছিলেন ৪ উইকেট।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের বিরুদ্ধে মাত্র ৫৮ রানে অল আউট হয়ে গিয়েছিল রাজস্থান রয়্যালস।
বিধ্বংসী স্পেল ছিল অনিল কুম্বলের। ৩.১ ওভারে মাত্র ৫ রান খরচ করে ৫ উইকেট তুলে নিয়েছিলেন কুম্বলে সেই ম্যাচে।
চলতি বছরও আরসিবির বিরুদ্ধে নিজেদের শেষ ম্যাচে ১৭২ রান তাড়া করতে নেমে মাত্র ৫৯ রানে অল আউট হয়ে গিয়েছিল রাজস্থান রয়্যালস।
শিমরন হেটমায়ের রাজস্থানের জার্সিতে সর্বোচ্চ স্কোরার ছিলেন। তিনি ১৯ বলে ৩৫ করলেও বাকিরা কেউই রান পাননি।
২০১৭ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২১৩ রান তাড়া করতে নেমে ৬৬ রানে অল আউট হয়ে গিয়েছিল দিল্লি ক্য়াপিটালস।
করুণ নায়ার দিল্লির হয়ে সর্বোচ্চ ২১ রানের ইনিংস খেলেছিলেন। সেই ম্যাচে মুম্বইয়ের হয়ে খেলা করণ শর্মা ৩ উইকেট নিয়েছিলেন।
২০১৯ সালের আইপিএলে কেকেআরের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে মাত্র ৪৯ রানে অল আউট হয়ে যায় আরসিবি।
এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে এটিই কোনও এক ইনিংসে সর্বনিম্ন স্কোর। আরসিবির হয়ে সর্বোচ্চ ৯ রান করেছিলেন কেদার যাদব।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -