IPL 2023: আইপিএলে প্রথম শতরানেই রেকর্ডের ছড়াছড়ি, একাধিক ইতিহাস গড়লেন শুভমন
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সোমবার নিজের আইপিএল কেরিয়ারের প্রথম শতরান হাঁকান শুভমন গিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৫৮ বলে ১০১ রানের বিধ্বংসী ইনিংসের সুবাদে একাধিক রেকর্ডও গড়ে ফেললেন এই ভারতীয় তরুণ তারকা। চলতি বছরে এটি তাঁর সব ধরনের ক্রিকেট মিলিয়ে ষষ্ঠ শতরান।
শুভমনই প্রথম ক্রিকেটার হিসাবে যিনি একই ক্যালেন্ডার বর্ষে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাট ও আইপিএলে শতরান হাঁকালেন।
গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২২ বলে নিজের অর্ধশতরান পূরণ করেছিলেন গিল। এর ফলেও তিনি একটি রেকর্ড বটে।
এটি আইপিএলের ইতিহাসে ছক্কা ব্যতীত কোনও ব্য়াটারের দ্রুততম অর্ধশতরান। গিল সচিনের ২০১০ সালে ২৩ বলে ছক্কা ব্যতীত দ্রুততম অর্ধশতরানের রেকর্ড ভাঙলেন।
গুজরাত টাইটান্সের জার্সিতে প্রথম ব্য়াটার হিসেবে গিল গতকালই এক হাজার রানও পূরণ করে ফেললেন।
এই শতরানের ফলে চলতি আইপিএলে পাঁচশো রানের মাইলফলকও টপকে গেলেন গিল।
আপাতত ৪৮ গড় ও ১৪৬.১৯ স্ট্রাইক রেটে টু্র্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৫৭৬ রান করে ফেলেছেন গিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -