KL Rahul: বৃহস্পতিবারই মুম্বই উড়ে যাচ্ছেন রাহুল, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও অনিশ্চিত
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আগের ম্যাচে ঊরুতে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। সাপোর্ট স্টাফদের সাহায্যে মাঠ ছাড়তে হয়েছিল। কে এল রাহুলের আইপিএল অভিযানই কি শেষ হয়ে গেল?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলখনউ সুপার জায়ান্টস শিবির থেকে এখনও কিছু জানানো হয়নি। স্পষ্ট করে বলা হয়নি বোর্ড থেকেও।
তবে সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, গোটা আইপিএলেই আর মাঠে নামতে পারবেন না রাহুল। তার চেয়েও উদ্বেগের হচ্ছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও রাহুলের খেলা নিয়ে গুরুতর সংশয় রয়েছে।
আইপিএলের ঠিক পরেই, ৭-১১ জুন লন্ডনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। মনে করা হচ্ছে, ভারতীয় দলের মেডিক্যাল দল রাহুলকে সেই ম্যাচের আগে ফিট করে তুলতে পারবে কি না, তা এখন বিশ বাঁও জলে।
আরসিবির বিরুদ্ধে ম্যাচে মার্কাস স্টোইনিসের বলে ফাফ ডুপ্লেসির কভার ড্রাইভ আটকাতে গিয়ে ডান পায়ের ঊরুতে চোট পেয়েছিলেন রাহুল।
নাম প্রকাশ করা যাবে না, সেই শর্তে ভারতীয় বোর্ডের এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, 'রাহুল লখনউতে দলের সঙ্গেই রয়েছে। বুধবার চেন্নাই সুপার কিংসের সঙ্গে লখনউ সুপার জায়ান্টসের ম্যাচও দেখবে।'
বৃহস্পতিবারই রাহুল মুম্বইয়ে চলে যাবেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিজস্ব মেডিক্যাল সেন্টারে তাঁর ঊরুর স্ক্যান হবে।
রাহুল এবং জয়দেব উনাদকট, দুজনরই চিকিৎসা হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে।
বোর্ডের ওই কর্তা এ-ও জানিয়েছেন যে, রাহুলের ঊরু ফুলে রয়েছে। ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগে ফোলাভাব কমতে।
আর তা না কমলে স্ক্যান করানো যাবে না। বলেছেন, 'স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পরেই বোর্ড ঠিক করবে রাহুলের চিকিৎসা কীভাবে হবে।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -