Lionel Messi: সস্ত্রীক সৌদিতে ছুটি কাটাতে গিয়ে নির্বাসনের কোপে মেসি
পরিবারকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন। আর তাতেই বিপাকে পড়লেন লিওনেল মেসি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিছুদিন আগেই ২ দিনের জন্য স্ত্রী অ্যান্তোলিয়া ও ২ সন্তানকে নিয়ে সৌদিতে গিয়েছিলেন মেসি।
ক্লাবকে কিছু না জানিয়ে ঘুরতে যাওয়ার জন্য এবার মেসিকে ২ সপ্তাহের জন্য় নির্বাসিত করেছে পিএসজি। ক্লাবের তরফে বিবৃতি দিয়ে জানানাে হয়েছে এই বিষয়ে।
২০২২ সালে আর্জেন্তিনার জার্সিতে বিশ্বকাপ জিতেছিলেন মেসি। এই নির্বাসনের ফলে পিএসজির জার্সিতে লিগ ওয়ানে আগামী ম্যাচে খেলতে পারবেন না মেসি।
আগামী ২ সপ্তাহ ক্লাবের জার্সিতে কোনও অনুশীলনও করতে পারবেন না আর্জেন্তাইন তারকা। উল্লেখ্য, আর কিছুদিন পরেই পিএসজির সঙ্গে ২ বছরের মেয়াদ শেষ হচ্ছে মেসির।
সৌদিতে হঠাৎ মেসির যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে। কিছুদিন আগেই কানাঘুষো শোনা গিয়েছিল যে মেসির কাছে সৌদির ক্লাব আল হিলালের প্রস্তাব রয়েছে। সেক্ষেত্রে মেসিও কি সৌদির ক্লাবের হয়ে খেলবেন?
আগামী ২১ মে অক্সারের বিরুদ্ধে লিগ ওয়ানে হয়ত ফের পিএসজির জার্সিতে খেলতে দেখা যাবে মেসিকে।
শোনা যাচ্ছে বার্সেলোনা ফের মেসিকে দলে নেওয়ার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে আগামী মরসুমে কোন দলের হয়ে খেলেন লিও, সেটাই দেখার।
সৌদি আরবের পর্যটন মন্ত্রকের সোশ্য়াল সাইটে তারকা ফুটবলারের আড্ডা মারার ও খোশমেজাজে স্ত্রী, সন্তানকে নিয়ে সময় কাটানোর ছবি পোস্ট করা হয়েছে।
ছেলের সঙ্গে ক্যারমও খেলতে দেখা যায় মেসিকে। তবে মেসির সৌদি ভ্রমণের পর অনেকেই আশা করছেন মেসি সেখানকার কোনও ক্লাবেই হয়ত যোগ দেবেন। সেক্ষেত্রে ফের রোনাল্ডো-মেসি দ্বৈরথ দেখা যেতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -