IPL 2023: আইপিএল ফাইনালেই নতুন ইতিহাস লেখার হাতছানি গিল, রশিদের সামনে
শুভমন গিলের এ মরসুমে ৮৫১ রান করে ফেলেছেন। বিগত চার ম্যাচে তিনটি শতরান করার কৃতিত্ব রয়েছে তাঁর দখলে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআইপিএলের এক মরসুমে বিরাট কোহলির ৯৭৩ রানই সর্বকালের সর্বোচ্চ। গিল যদি ফাইনালে ১২৩ রান করতে পারেন, তাহলে তিনি কোহলির এই রেকর্ড ভেঙে ফেলবেন।
আবার ফাইনালে শতরান হাঁকালে গিল এক মরসুমে সর্বাধিক চারটি শতরান করার রেকর্ডেও ভাগ বসাবেন।
এখনও পর্যন্ত বিরাট কোহলি ও জস বাটলারই এক মরসুমে চারটি শতরান করেছেন। সেই রেকর্ডেও ভাগ বসাতে পারেন গিল।
অপরদিকে রশিদ খানের দখলে এ মরসুমে রয়েছে ২৭টি উইকেট। তিনি পার্পল ক্যাপ দৌড়ে আপাতত দ্বিতীয় স্থানে রয়েছেন।
আজকের ফাইনালে আরেকটি উইকেট নিলেই যুজবেন্দ্র চাহালের সর্বকালীন রেকর্ড ভেঙে ফেলবেন তিনি।
গত মরসুমে চাহাল ২৭টি উইকেট নিয়েছিলেন। এ মরসুমে রশিদের দখলে রয়েছে সমসংখ্যক উইকেট। এটাই এক আইপিএল মরসুমে কোনও স্পিনারের সর্বাধিক উইকেট।
রশিদ আর একটি উইকেট নিতে পারলেই এককভাবে এই রেকর্ড নিজের দখলে করে ফেলবেন রশিদ।
তবে রশিদ আর শুভমন রেকর্ড গড়তে পারুক না পারুক, মহেন্দ্র সিংহ ধোনি কিন্তু আজকে মাঠে নেমেই ইতিহাস গড়ে ফেলবেন। তিনিই প্রথম খেলোয়াড় হিসাবে আইপিএলে ২৫০তম ম্য়াচ খেলতে নামবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -