IPL 2024: ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি, কিন্তু এখনও পর্যন্ত আইপিএলে খেতাবের ভাঁড়ার শূন্য তাঁদের
২০০৮ সাল থেকে আইপিএল শুরু হয়েছে। সেই সময় থেকে শুরু করে ভারতীয় ক্রিকেটে বেশ কয়েকজন ক্রিকেটার আছেন, যাঁরা এখনও পর্যন্ত খেতাবের স্বাদ পাননি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতালিকায় সবার আগে রয়েছেন বিরাট কোহলি। তিনি আরসিবির প্রাক্তন অধিনায়কও।
গত ১৭ মরসুম ধরে আরসিবির জার্সিতে খেলছেন। কিন্তু এখনও পর্যন্ত আইপিএল জিততে পারেননি বিরাট। অথচ বিশ্বের সেরা ব্যাটারদের একজন কিং কোহলি।
তালিকায় আছেন বর্ষীয়ান ক্রিকেটার ইশান্ত শর্মাও। ২০০৮ সাল থেকে আইপিএলে খেলেছেন। বিভিন্ন দলের জার্সিতে দেখা গিয়েছে তাঁকে। তবে আইপিএল জিততে পারেননি।
প্রাক্তন ভারত অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ অনিল কুম্বলেও রয়েছেন তালিকায়। তিনিও আরসিবির হয়ে খেলেছেন। কিন্তু ট্রফি জিততে পারেননি।
রাহুল দ্রাবিড় রয়েছেন তালিকায়। বর্তমান ভারতীয় ক্রিকেট দলের কোচ রাজস্থান রয়্যালসকে নেতৃত্বও দিয়েছেন। কিন্তু আইপিএল জিততে পারেননি।
তালিকায় প্রাক্তন বোর্ড সভাপতি ও প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও রয়েছেন। কেকেআর ও পুণে ওয়ারিয়র্সের জার্সিতে খেলেছেন। তবে ট্রফি জিততে পারেননি।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগ। মারকাটারি ব্যাটিংয়ের জন্য বিখ্যাত সহবাগও আইপিএল জিততে পারেননি।
জাহির খানও রয়েছেন তালিকায়। আরসিবির জার্সিতে খেলেছেন বাঁহাতি পেসার। কিন্তু তিনিও কোনওদিন আইপিএল জিততে পারেননি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -