Rinku Singh Salary: একটা সময় সাফাইকর্মীর কাজ পেয়েছিলেন, এখন বছরে কোটিতে উপার্জন করেন!
একটা সময় অভাবের সঙ্গে লড়াই করতে হয়েছে। সংসারের হাল ধরতে গিয়ে করতে হয়েছিল সাফাইকর্মীর কাজ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযে ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁর দাদা কাজ করতেন, সেখানে ঝাঁট দেওয়া, ঘর মোছার কাজ পেয়েছিলেন রিঙ্কু।
আলিগড়ের ২৬ বছরের ক্রিকেটারের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয় গতবারের আইপিএল। বিশেষ করে গুজরাত টাইটান্স ম্যাচ। যশ দয়ালের ওভারে পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে অবিশ্বাস্য দক্ষতায় কেকেআরকে ম্যাচ জেতান বাঁহাতি ব্যাটার। সেটাই আইপিএলে শেষ ওভারে কোনও ব্যাটারের তোলা সর্বোচ্চ রানের নজির।
গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ভরসার নাম হয়ে ওঠেন রিঙ্কু। যখনই দল বিপাকে পড়েছে, ঝলসে উঠেছে রিঙ্কুর ব্যাট।
আইপিএলের দুরন্ত পারফরম্যান্স তাঁকে জাতীয় দলেও জায়গা করে দেয়।
জাতীয় দলের হয়ে ২টি ওয়ান ডে ও ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রিঙ্কু।
২০১৮ সালে ৮০ লক্ষ টাকায় রিঙ্কুকে কিনেছিল কেকেআর। ২০২১ সালে হাঁটুর চোটের জন্য গোটা আইপিএলে খেলতে পারেননি।
রিঙ্কুর বাবা খানচন্দ্র সিংহ বাড়ি বাড়ি এলপিজি সিলিন্ডার সরবরাহ করেন। মা বীণা দেবী গৃহবধূ।
২০২৩ সালের হিসেব অনুযায়ী রিঙ্কুর মোট সম্পদের পরিমাণ ৫ কোটি ৭০ লক্ষ টাকা। তাঁর গ্যারাজে রয়েছে টয়োটা, হুন্ডাইয়ের মতো সংস্থার গাড়ি।
এখন প্রত্যেক মাসে রিঙ্কুর আয় ৫ লক্ষ টাকা। যা মূলত আইপিএলের মাইনে। ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক কেন্দ্রীয় চুক্তির আওতায় আনা হয়েছে রিঙ্কুকে। সেই বাবদ বছরে ম্যাচ ফি বাদ দিয়ে এক কোটি টাকা পাবেন রিঙ্কু। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -