IPL Auction 2024: এখনও জাতীয় দলে ডাক পাননি, তবে আইপিএল নিলামে বিরাট মূল্যে বিক্রি হলেন এই ক্রিকেটাররা
সমীর রিজভির নিলামে ন্যূনতম দর ছিল ২০ লক্ষ টাকা। সেখান থেকে ডান হাতি ব্যাটারকে শেষমেশ আট কোটি ৪০ লক্ষ টাকায় দলে নেয় চেন্নাই সুপার কিংস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবয়স মাত্র ২০। ইউপি টি-টোয়েন্টি লিগে কানপুর সুপারস্টার্সের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মেরেছিলেন। জোড়া সেঞ্চুরি। টুর্নামেন্টে ৪৫৫ রান করেছিলেন সমীর রিজভি। তাঁর এই প্রতিভার প্রতি আস্থা রেখেই তাঁকে বিরাট মূল্যে দলে নিয়েছে হলুদ ব্রিগেড।
শাহরুখ জাতীয় দলের হয়ে এখনও না খেললও, ঘরোয়া ক্রিকেটে বেশ পরিচিত মুখ। তিনি অতীতে আইপিএলে নিজের দক্ষতা প্রমাণ করেছেন। নয় কোটি টাকায় পাঞ্জাবে যোগ দিলেও, তাঁকে ছেড়ে দেওয়া হয়।
এ মরশুমে শাহরুখ ঘরোয়া ক্রিকেটে তেমন পারফর্ম করতে পারেননি। তবে বল হাতে তামিলনাড়ুর প্রিমিয়ার লিগে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হয়েছিলেন তিনি। তাঁর প্রতিভায় আস্থা রেখেই তাঁকে সাত কোটি ৪০ লক্ষ টাকায় দলে নিয়েছে গুজরাত টাইটান্স।
ঝাড়খণ্ড আর আগ্রাসী উইকেটকিপার ব্যাটারের সম্পর্কটা কিন্তু বেশ পুরোনো। সেই ঝাড়খণ্ড থেকেই উঠে আসা কুমার কুশাগ্রকে সাত কোটি ২০ লক্ষ টাকায় দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
বিজয় হাজারে ট্রফির একটা ইনিংস তাঁকে আইপিএল স্কাউটদের নজরে এনেছিল। মহারাষ্ট্রের ৩৫৫ রান তাড়া করতে নেমেছিল ঝাড়খণ্ড। ৬ নম্বরে ব্যাট করতে নেমে ৩৭ বলে অপরাজিত ৬৭ রান করেছিলেন কুশাগ্র। মেরেছিলেন ৫ ছক্কা। সেই ম্যাচে হাজির স্কাউটদের অনেকেই বলেছিলেন, চাপের মুখে এত ঝোড়ো ইনিংস খুব কম দেখেছেন। স্কাউটরা যে তাঁকে দেখে কতটা প্রভাবিত হয়েছেন, তা তাঁর দামেই বোঝা যায়।
শুভম দুবে আরেকজন অখ্যাত ক্রিকেটার যিনি বিরাট দামে বিক্রি হয়েছেন। তাঁকে পাঁচ কোটি ৮০ লক্ষ টাকায় দলে নেয় রাজস্থান রয়্যালস।
২৯ বছর বয়সি বাঁ-হাতি ব্যাটার খানিকটা দেরি করেই সকলের নজরে এসেছেন। তবে পান বিক্রেতার ছেলে শুভমের স্ট্রাইক রেট কিন্তু ১৮০-র অধিক। তিনি কিন্তু সকলকে চমকে দিতেই পারেন।
লখনউ সুপার জায়ান্টস সিদ্ধার্থ মণিমরনকে দুই কোটি ৪০ লক্ষ টাকায় দলে নিয়েছে।
বাঁ-হাতি স্পিনারের জন্য আরসিবির সঙ্গে কিন্তু কড়া টক্কর হয়েছিল লখউয়ের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -