Rishabh Pant: ১৪ মাস পর মাঠে ফিরছেন, অলৌকিক কাণ্ড মনে হচ্ছে ঋষভ পন্থের
একটা সময় তাঁর প্রাণ সংশয় দেখা দিয়েছিল। যখন গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন। জীবন-মৃত্যুর মধ্যে পাঞ্জা কষাকষি চলেছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেই ঋষভ পন্থ (Rishabh Pant) প্রাণে বেঁচেছিলেন। তবে সেরে উঠতে লেগেছে দীর্ঘ সময়। এবার মাঠে ফেরার অপেক্ষায় পন্থ। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) অধিনায়ক হিসাবে আইপিএলে নামছেন। আইপিএলই (IPL 2024) তাঁর প্রত্যাবর্তনের মঞ্চ।
আর তার আগে রোমাঞ্চিত পন্থ। রুরকির তরুণ উইকেটকিপার-ব্যাটার বলে দিচ্ছেন, যেন নতুন করে অভিষেক হচ্ছে তাঁর।
দিল্লি ক্যাপিটালস মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে পন্থ বলেছেন, 'আমি রোমাঞ্চিত। একই সঙ্গে স্নায়ুর চাপেও ভুগছি। মনে হচ্ছে যেন, ফের অভিষেক হতে চলেছে আমার।'
মঙ্গলবারই ভারতীয় ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ১৪ মাসের রিহ্যাবের পর এই মুহূর্তে পন্থ পুরোপুরি সুস্থ। পন্থ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন গত বছরের ৩০ ডিসেম্বরে। এরপর থেকে আর মাঠে দেখা যায়নি তাঁকে।
গতবার দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল ডেভিড ওয়ার্নারকে। মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে লেখা হয়েছে, উইকেটকিপার ব্যাটার হিসেবে সম্পূর্ণ রুপে ফিট হয়ে গিয়েছেন পন্থ। আসন্ন আইপিএলে তাঁকে মাঠে দেখা যাবে।
২৬ বছরের ক্রিকেটার পেশাদার ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটানো নিয়ে উচ্ছ্বসিত। বলেছেন, 'আমার সঙ্গে যা কিছু ঘটেছে তারপর যে ফের ক্রিকেট খেলতে পারছি সেটাকে অলৌকিক কাণ্ড মনে হচ্ছে। আমার সমস্ত ভক্ত ও শুভান্যুধায়ীদের ধন্যবাদ।'
পন্থ যোগ করেছেন, 'ভারতীয় ক্রিকেট বোর্ড ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির সদস্যদের কাছেও আমি কৃতজ্ঞ। সকলের ভালবাসা ও সমর্থন আমাকে মাঠে ফিরতে সাহায্য করেছে।'
দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিয়ে রোমাঞ্চিত পন্থ। বলেছেন, 'দিল্লি ক্যাপিটালস ও আইপিএলের মতো একটা টুর্নামেন্টে ফিরতে পেরে উত্তেজিত। আমি বরাবরই আইপিএল উপভোগ করেছি। আমার দল ও সতীর্থরা যেভাবে পাশে থেকেছে, আমি কৃতজ্ঞ। ডিসি পরিবারে ফিরতে পেরে আর সমর্থকদের সামনে ফের খেলার সুযোগ পাব ভেবে ভীষণ আনন্দ হচ্ছে।'
আইপিএলের দ্বিতীয় দিন, ২৩ মার্চ মোহালির মহারাজা যাদবেন্দ্র সিংহ স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে দিল্লি ক্যাপিটালস। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -