IPL 2024: আইপিএলের আগামী মরশুমে প্রত্যেক দলের 'বুড়ো' ক্রিকেটার, তালিকায় সবার আগে ধোনি
লখনউ সুপার জায়ান্টস দলের হয়ে খেলতে দেখা যাবে আগামী আইপিএল মরশুমে অমিত মিশ্রাকে। তিনি ৪১ বছর বয়সে ২০২৪ আইপিএলে মাঠে নামবেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতের তারকা অফস্পিনার রবিচন্দ্রন রয়েছেন তালিকায়। রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলতে নামবেন ৩৭ বছরের এই তারকা ক্রিকেটার।
সানরাইজার্স হায়দরাবাদের অভিজ্ঞ পেসার ও ভারতের তারকা পেসার ভুবনেশ্বর কুমার রয়েছেন তালিকায়। তিনিই ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে 'বুড়ো' খেলােয়াড় ৩৩ বছর বয়সে।
শিখর ধবনের বয়স ৩৮ বছর। তিনি আগামী মরশুমে পাঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে আইপিএলে মাঠে নামবেন।
চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি তো অবশ্যই এই তালিকায় সবার ওপরে থাকবেন। ৪২ বছর বয়সে এই বিশ্বকাপজয়ী শুধু সিএসকের নয়, পুরো আইপিএলের ১০ দল মিলিয়ে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক হিসেবে মাঠে নামবেন প্রাক্তন প্রোটিয়া তারকা ফাফ ডু প্লেসি। তিনি ৩৯ ছুঁয়েছেন।
গুজরাত টাইটান্সের জার্সিতে খেলতে নামবেন ডানহাতি মিডিয়াম পেসার মোহিত শর্মা। তিনি ৩৫ বছর বয়সে মাঠে নামবেন।
মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা রয়েছেন তালিকায়। তিনি ফ্র্যাঞ্চাইজির হয়ে সবচেয়ে বেশি ৩৬ বছর বয়সে মাঠে নামবেন হিটম্যান।
কেকেআরের বিধ্বংসী অলরাউন্ডার ব্যাটার আন্দ্রে রাসেল রয়েছেন তালিকায়। তিনি ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠে নামবেন আগামী মরশুমে। তাঁর বয়স ৩৫ বছর।
ডেভিড ওয়ার্নার দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলতে নামবেন আগামী আইপিএল মরশুমে। তাঁর বয়স ৩৬ বছর। তিনিই সেই ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার হতে চলেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -