Anushka-Virat Update: আইপিএলের মাঝেই ম্যাক্সওয়েলের বিয়ের রিসেপশন, ভারতীয় সাজে সস্ত্রীক ডু প্লেসিও
গত ১৮ মার্চ ২০২২ তারিখে গ্লেন ম্যাক্সওয়েল এবং ভিনি রমন খ্রিস্টান রীতিতে প্রথম বিয়ে করেছিলেন। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অজি তারকা ও ভিনি রমন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটুর্নামেন্টের মাঝেই ম্যাক্সওয়েলের বিয়ের রিসেপশনে অংশ নিলেন বিরাট কোহলি থেকে শুরু করে আরসিবি সব তারকারই।
একেবারে ভারতীয় সাজে অনবদ্য লাগছিল ফাফ ডু প্লেসিকে। শাড়িতে সুন্দরী তাঁর স্ত্রীও।
তামিল রীতি অনুসারে ২৭ মার্চ ২০২২ গাঁটছড়া বাঁধেন দুজনে। নতুন বউকে আইপিএলের বায়ো বাবলে প্রবেশ করেছিলেন ম্যাক্সওয়েল ও ভিনি।
ম্যাক্সওয়েল ও ভিনির রিসেপশন পার্টিতে তুমুল নাচতে দেখা গেল আরসিবি অন্য ও প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে।
বিরাট একাই নন। স্ত্রী অনুষ্কাও উপস্থিত ছিলেন ম্যাক্সওয়েল ও ভিনির রিসেপশন পার্টিতে।
ম্যাক্সওয়েল ও ভিনিকে সাদা ভেলভেট কেকে কাটতে দেখা গেল।
আইপিএলের আগেই বিয়ে করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। যার জন্য শুরুতে কয়েকটি ম্যাচে খেলতে পারেননি তিনি।
পুষ্পা গানে নাচতে দেখা গেল বাংলার তারকা অলরাউন্ডার শাহবাজ আহমেদ।
টুর্নামেন্টের আগে করোনার জন্য বিয়ের পার্টি দিতে পারেননি। এবার তাই টুর্নামেন্টের মাঝেই পার্টি দিলেন ম্যাক্সওয়েল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -