IPL Top Buys : স্যাম কারান, ক্যামরন গ্রিন থেকে বেন স্টোকস, ঝলকে আইপিএল নিলাম ইতিহাসের সর্বোচ্চ দশ
নিলামের টেবিলে দর কষাকষির তীব্র লড়াইয়ের পর স্যাম কারানকে (Sam Curran) ১৮.৫ কোটি টাকায় দলে নিল পাঞ্জাব কিংস (Punajb Kings)। আইপিএল নিলামের ইতিহাসে যা সর্বোচ্চ দর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৭.৫ কোটিকে ক্যামেরন গ্রিনকে (Cameroon Grren) মুম্বই ইন্ডিয়ান্সের কেনা আইপিএলের নিলাম (IPL Auction) ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দর হাঁকা।
বেন স্টোকসকে (Ben Stokes) ১৬.২৫ কোটি খরচ করে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) দলে নিল। নিলাম ইতিহাসে যা তৃতীয় সর্বোচ্চ। ২০১৭ সালে তৎকালীন ফ্র্যাঞ্চাইজি রাইজিং পুণে সুপারজায়ান্টস ১৪.৫ কোটি টাকায় দলে নিয়েছিল বেন স্টোকসকে।
আইপিএল নিলামে ক্রিস মরিসের ১৬.২৫ কোটিতে দল পাওয়া ছিল নিলাম ইতিহাসে সর্বোচ্চ দর। ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডারকে দলে নিতে যে টাকা খরচ করেছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। এতদিন যে দর ছিল সর্বোচ্চ, আজকে থেকে তা স্থান পেল তৃতীয় সর্বোচ্চ হিসেবে।
নিলাম এগোনোর সঙ্গে সঙ্গে নিকোলাস পুরানকে (Nicolas Puran) দলে নিতে ১৬ কোটি টাকা খরচ করে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। যা নিলাম ইতিহাসে চতুর্থ যুগ্ম সর্বোচ্চ।
২০১৫ সালের নিলামে যুবরাজ সিংহকে (Yuvraj Singh) দলে পেতে দিল্লি ফ্র্যাঞ্চাইজি (তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলস) খরচ করেছিল ১৬ কোটি। আরসিবি শিবির ২০১৪ সালে যুবরাজ সিংহকে দলে পেতে খরচ করেছিল ১৪ কোটি টাকা।
২০২০-র নিলামে প্যাট কামিন্সকে পেতে কলকাতা নাইট রাইডার্সের খরচ করেছিল ১৫.৫ কোটি টাকা। যা তালিকার পাঁচে।
এবারের নিলামের পর আপাতত নিলামের সর্বোচ্চ দরের তালিকায় ছয়ে থাকবেন ইশান কিশান। ২০২২ সালের নিলামে মুম্বই ইন্ডিয়ান্স ভারতীয় কিপার ব্যাটসম্যানকে দলে পেতে খরচ করেছিল ১৫.২৫ কোটি টাকা।
২০২১ সালে কাইল জেমিসনকে পেতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খরচ করেছিল ১৫ কোটি টাকা।
২০২১ সালের নিলামেই গ্লেন ম্যাক্সওয়েলকে দলে নিতে ১৪.২৫ কোটি টাকা খরচ করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -