IPL 2024: খেলেননি একটিও ম্যাচ, তাও আইপিএল থেকে কোটি, কোটি উপার্জন করেছেন এঁরা
২০২২ সালের আইপিএল মরশুমে সিএসকের হয়ে দুইটি ম্যাচ খেলেছিলেন প্রশান্ত সোলাঙ্কি। পরের দুই মরশুমেও তাঁকে রিটেন করে সিএসকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমেগা নিলামে তাঁকে ১.২ কোটি টাকায় নিয়েছিল সিএসকে। তবে এ মরশুমে একটাও ম্যাচ খেলেননি তিনি।
তালিকায় সিএসকের আরেক এক তারকা রাজ্যবর্ধন হাঙ্গারগেকরও রয়েছেন।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলা তরুণ তুর্কি হলুদ ব্রিগেডের হয়ে গত মরশুমে নিজের অভিষেক ঘটান। তবে ফাস্ট বোলিং অলরাউন্ডার এ মরশুমে একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি।
এই তালিকায় থাকা একমাত্র ক্রিকেটারের নাম যিনি ভারতীয় দলের হয়ে খেলেছেন, তাঁর নাম জয়ন্ত যাদব।
গুজরাত টাইটান্সের হয়ে বিগত দুই মরশুমে ম্যাচ খেললেও, এ মরশুমে একটা ম্যাচেও একাদশে রাখা হয়নি তাঁকে। তিনি মরশুম শেষে কিন্তু ১.৭ কোটি টাকা পাবেন।
মহম্মদ শামির অনুপস্থিতিতে অনেকেই ভেবেছিলেন সুশান্ত মিশ্র গুজরাত টাইটান্সের হয়ে খেলার সুযোগ পাবেন। বিশেষত তাঁকে যখন টাইটান্সরা ২.২ কোটি টাকা মূল্যে তাঁরা দলে নিয়েছিল।
কিন্তু অভিজ্ঞ উমেশ যাদব, মোহিত শর্মাদের ওপরই টাইটান্স ম্যানেজমেন্ট ভরসা রাখে।
এই তালিকায় সম্ভবত সবথেকে বড় নাম ক্রিস ওকস। অতীতে কেকেআর, আরসিবি, দিল্লি ক্যাপিটালসের হয়ে ইংল্যান্ড অলরাউন্ডার একাধিক ম্যাচও জিতিয়েছেন।
তবে পাঞ্জাব কিংস তাঁকে ৪.২ কোটি টাকার বিরাট মূল্যে দলে নিলেও দলের ভারসাম্য বজায় রাখতে তাঁকে একাদশে এক ম্যচেও রাখতে পারেনি। এর জন্য অবশ্য সর্বাধিক চার বিদেশি খেলানোর নিয়মই মূলত দায়ী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -