IPL Covid19 Protocol: করোনা আতঙ্কে বিমানেও পিপিই কিট পরতে হল কেকেআর-পঞ্জাব ক্রিকেটারদের
দেশজুড়ে করোনা পরিস্থিতি ক্রমশ ভয়বাহ হচ্ছে। তারই মাঝে চলছে আইপিএল। গতবার করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে টুর্নামেন্ট হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে। তবে এবার দেশেই হচ্ছে খেলা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসংক্রমণের বাড়বাড়ন্তের কথা মাথায় রেখে সর্বত্র কড়া করোনাবিধি মেনে চলচে হচ্ছে ক্রিকেটারদের। চেন্নাইয়ে আইপিএলের প্রথম পর্বের তিনটি ম্যাচ খেলে সোমবার মুম্বই উড়ে গেলেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা। বিমানের মধ্যেও শাকিব আল হাসান-প্রসিদ্ধ কৃষ্ণদের পরতে হল পিপিই কিট, মাস্ক, ফেস শিল্ড।
বিমান যাত্রাতেও যতটা সম্ভব পারস্পরিক দূরন্ত বিধি মেনে চললেন সকলে।
কিংস ইলেভেন পঞ্জাবের ক্রিকেটারেরা আবার প্রথম তিন ম্যাচ খেলেছেন মুম্বইয়ে। এবার তাঁদের গন্তব্য চেন্নাই।
সোমবার মুম্বই থেকে চেন্নাইয়ের দিকে রওনা গলেন ক্রিস গেলরা। গেলদেরও পরতে হয়েছে পিপিই কিট, ফেস শিল্ড। সঙ্গে মাস্কও।
দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ চেহারা নিলেও আইপিএল নিয়ে কোনও অনিশ্চয়তা নেই বলেই জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
আপাতত দর্শকশূন্য স্টেডিয়ামেই সমস্ত ম্যাচ করা হবে। সেই সঙ্গে দল ও টুর্নামেন্টের সঙ্গে সরাসরি যুক্ত সকলকে থাকতে হচ্ছে জৈব সুরক্ষা বলয়ের নিয়মকানুনের মধ্যে। ছবি কেকেআর ও পঞ্জাব কিংসের ট্যুইটার থেকে নেওয়া।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -