IPL 2021 Uncapped Players: কোহলির দলের ভবিষ্যতের তারা? চিনে রাখুন
গতবারের আইপিএল শুরুর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবু তাঁর ব্যাটিং নজর কেড়েছিল। বলা হয়, মহেন্দ্র সিংহ ধোনি জহুরি। মাঠে সঠিক রত্ন চেনেন। তাঁর দলের হয়ে এবার নজর কাড়লেন রুতুরাজ গায়কোয়াড়। ৭ ম্যাচে দুটি হাফসেঞ্চুরি-সহ ১৯৬ রান করেছেন রুতুরাজ। তাঁকে অনেকে ভবিষ্যতের ভারতীয় দলের ওপেনার বলছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমেন্টরের নাম যদি হয় বিরাট কোহলি, তা হলে তো কিছু একটা বিশেষত্ব রয়েছেই। জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি এখনও। তবে দ্রুত দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। দেবদত্ত পড়িক্কল। এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলেছেন। সেঞ্চুরি করেছেন। ইনিংস ওপেন করে ৬ ম্যাচে করেছেন ১৯৫ রান।
ব্যাটসম্য়ানদের মধ্যে নজর কেড়েছেন পঞ্জাব কিংসের শাহরুখ খানও। ৮ ম্যাচে ১০৭ রান করেছেন শাহরুখ। সর্বোচ্চ ৪৭। সকলে তাঁর বিগহিটিং দেখে মুগ্ধ।
পঞ্জাব কিংসের হয়ে খেলে নজর কেড়েছেন পেসার অর্শদীপ সিংহ। ৬ ম্যাচে ৭ উইকেট পেয়েছেন। ওভার প্রতি খরচ করেছেন আট রানের সামান্য বেশি।
৭ ম্যাচে ৭ উইকেট নিয়ে হইচই ফেলে দিয়েছেন রাজস্থান রয়্যালসের পেসার চেতন সাকারিয়া। তাঁকে অনেকে লম্বা দৌড়ের ঘোড়া বলছেন।
রবি বিষ্ণোই। পঞ্জাব কিংসের তরুণ লেগস্পিনারকে নিয়ে কিংবদন্তি অনিল কুম্বলে এতটাই প্রভাবিত যে, আইপিএলের শুরুর দিকে খেলাননি! শুনে অবাক লাগলেও, কুম্বলের যুক্তি ছিল, রবিকে কয়েকটা বিশেষ অস্ত্রে শান দিয়ে তবেই মাঠে নামাবেন। কোচের মান রেখেছেন রবি। ৪ ম্যাচে ৪ উইকেট নিয়েছেন। ইকনমি? ৬ রানের সামান্য বেশি। ভবিষ্যতে জাতীয় দলে দেখা যাবে রবিকে? (সব ছবি ক্রিকেটারদের ইনস্টাগ্রাম থেকে নেওয়া)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -