Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
IPL during Covid 19: করোনা আতঙ্কে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন যাঁরা
ভারতের একমাত্র ক্রিকেটার হিসাবে করোনার জন্য আইপিএল থেকে সাময়িক বিরতি নিয়েছেন আর অশ্বিন। দিল্লি ক্যাপিটালসের তারকা অফস্পিনার জানিয়েছিলেন, তাঁর পরিবারের অনেকে করোনায় আক্রান্ত আর তাঁদের পাশে থাকতে চান তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজস্থান রয়্যালসের পেসার অ্যান্ড্রু টাই ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে সরে দাঁড়ান। দেশে ফিরে অবশ্য তিনি বোমা ফাটান। বলেন, ভারতে করোনা আক্রান্তরা যেখানে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে পারছেন না তখন কীভাবে এত টাকা খরচ করে ফ্র্যাঞ্চাইজি ও সরকার মিলে আইপিএল করছে!
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্পিনার অ্যাডাম জাম্পাও ব্য়ক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছেন তিনি। জানিয়েছেন, করোনার জন্য আন্তর্জাতিক যাতায়াত বন্ধ হয়ে গেলে ভারতে আটকে পড়ার আশঙ্কা করেছিলেন তিনি।
আরসিবির অস্ট্রেলীয় ক্রিকেটার কেন রিচার্ডসনও করোনার জন্যই আইপিএল থেকে সরে দাঁড়ান। যদিও ব্যক্তিগত কারণেই সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন তিনি।
টানা জৈব সুরক্ষা বলয়ে থাকতে থাকতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত, এই কথা বলে আইপিএল না খেলে দেশে ফিরে গিয়েছেন ইংল্যান্ড তথা রাজস্থান রয়্যালসের ক্রিকেটার লিয়াম লিভিংস্টোন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -