IPL: আইপিএলের ইতিহাসে দ্রুততম অর্ধশতরান কার ঝুলিতে? তালিকায় আর কে আছেন?
২০২৩ সালে কেকেআরের বিরুদ্ধে আইপিএলে ১৩ বলে অর্ধশতরান হাঁকিয়েছিলেন যশস্বী জয়সওয়াল। প্রথম ওভারেই ২৬ রান বোর্ডে তুলেছিলেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০২২ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৫ বলে ৫৬ রানের ইনিংস খেলেছিলেন প্য়াট কামিন্স,
২০১৮ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে খেলতেন কে এল রাহুল। সেই ম্য়াচে দিল্লির বিরুদ্ধে ১৪ বলে অর্ধশতরান হাঁকিয়েছিলেন। সেই ম্য়াচে অমিত মিশ্রাকে এক ওভারে ২৪ রান দেন তিনি।
২০১৭ সালে সুনীল নারাইন কেকেআরের জার্সিতে আরসিবির বিরুদ্ধে ১৫ বলে অর্ধশতরান হাঁকিয়েছিলেন। বেঙ্গালুরুতে ১৫৯ রান তাড়া করতে নেমে সেই ম্য়াচ কেকেআর জয় ছিনিয়ে নেয় নারাইনের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে।
২০১৪ সালে কেকেআরের জার্সিতে ১৫ বলে অর্ধশতরান হাঁকিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। তাঁর ব্যাটিংয়ের সুবাদেই ১৪.২ ওভারে ১৬১ রান বোর্ডে তুলে নেয় কেকেআর।
২০২৩ আইপিএলে ১৫ বলে অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন নিকোলাস পুরাণ লখনউয়ের জার্সিতে আরসিবির বিরুদ্ধে। সেই ম্য়াচে ১৯ বলে ৬২ রান করেছিলেন তিনি।
২০১৪ সালে কোয়ালিফায়ার ম্য়াচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ২৫ বলে ৮৭ রানের ইনিংস খেলেছিলেন সুরেশ রায়না। সেই ম্য়াচে ১৬ বলে অর্ধশতরান করেছিলেন প্রাক্তন বাঁহাতি ক্রিকেটার।
আরসিবির জার্সিতে খেলার সময় ২০১৩ সালে ক্রিস গেল পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ১৭ বলে অর্ধশতরান হাঁকিয়েছিলেন। সেই ম্য়াচে ৬৬ বলে ১৭৫ রানের ইনিসং খেলেছিলেন তিনি।
২০০৯ আইপিএলের সেমিফাইনালে ডেকান চার্জার্সের অধিনায়ক অ্য়াডাম গিলক্রিস্ট দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ১৭ বলে অর্ধশতরান পূরণ করেছিলেন।
দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলতে নেমে ২০১৬ সালে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে ক্রিস মরিস ১৭ বলে ঝোড়ো অর্ধশতরান করেছিলেন। সেই ম্য়াচে ৭টি ছক্কাও হাঁকান প্রোটিয়া তারকা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -