IPL 2025: ব্যাটে-বলে ওঁরাই ম্য়াচের রং বদলাতে ওস্তাদ, আগামী আইপিএলে ১০ দলের সেরা দশ অলরাউন্ডার
তালিকায় অবশ্যই থাকবেন রবীন্দ্র জাডেজা। চেন্নাই সুপার কিংসের দীর্ঘদিনের সদস্য। বহু যুদ্ধের সৈনিক। দুরন্ত ফিল্ডিং, পাওয়ার প্লে-তে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেওয়া ও লোয়ার অর্ডারে রান যোগ করা। জাডেজার জুরি মেলা ভার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকেকেআর এবারও রিটেন করেছে আন্দ্র রাসেলকে। বয়স বাড়লেও এখনও ভয়ঙ্কর ব্যাটিংয়ে হিসেব বদলে দিতে পারেন। বল হাতেও মাঝের ওভারগুলোতে উইকেট তুলে নেন সঠিক সময়ে।
এই মুহূর্তের সবচেয়ে আলোচিত তরুণ ক্রিকেটার নিতিশ রেড্ডি। টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি হাঁকিয়েছেন। আইপিএলে সানরাইজার্সের তুরুপের তাস হতে পারেন এই ২২ বছরের অলরাউন্ডার।
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্যই দলের সবচেয়ে বড় তারকা। ব্যাট হাতে ঝড় তোলেন লোয়ার অর্ডারে। বল হাতে কতটা সমর্থন জোগাতে পারেন তিনি বুমরাকে সেটাই দেখার।
রাজস্থান রয়্যালস নিলাম থেকে দলে নিয়েছে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। হাতে বড় শট রয়েছে আর লেগস্পিনের ঘূর্ণিতে ব্যাটারদের বোকা বানাতে পারন।
দিল্লি ক্যাপিটালস ছেড়ে দেওয়ার পর এবার মিচেল মার্শকে দলে নিয়েছে লখনউ। টপ অর্ডারে ব্যাটিং করেন। প্রয়োজনে হাত খুলে বড় শট খেলেন। মিডিয়াম পেসও মার্শের বেশ নির্ভরযোগ্য।
দিল্লি ক্যাপিটালস এবারও ধরে রেখেছে অক্ষর পটেলকে। তাঁকে দায়িত্বভারও দেওয়া হতে পারে। তাঁর বাঁহাতি স্পিন ও বাঁহাতি ব্যাটিং প্রতিপক্ষের কাজ কঠিন করে দেয় অনেক সময়।
ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোনকে এবার নিলাম থেকে দলে নিয়েছে আরসিবি। টি-টোয়েন্টিতে আদর্শ ক্রিকেটার। ব্যাট হাতে বিধ্বংসী শট খেলতে ওস্তাদ। স্পিন বলেও ব্যাটারদের চাপে রাখেন অনেক সময়।
গুজরাত টাইটান্স রিটেন করেছে এবার রশিদ খানকে। এই ফর্ম্য়াটের সেরা ক্রিকেটারদের মধ্যে একজন রশিদ। তাঁর স্পিনের চারটে ওভার তো বিশ্বের তাবড় তাবড় ব্যাটারের কাছে ত্রাস। ব্যাট হাতেও ঝোড়াে ইনিংস খেলতে পারেন এই আফগান তারকা।
সবশেষে উল্লেখ করতেই হয় গ্লেন ম্য়াক্সওয়েলের কথা। দেশের জার্সিতে ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপে তাঁর ২০১ রানের ইনিংস এখনও সবার স্মৃতিতে টাটকা। এছাড়াও আইপিএলে যে পাঞ্জাব তাঁকে দলে নিয়েছে, সেই দলের জার্সিতেই কেরিয়ারর শুরুতে অনেক ম্য়াচ জেতানো ইনিংস খেলেছেন। বল হাতেও উইকেট তুলে নেন মাঝের ওভারগুলোয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -