Indian Premier League: 'কিং খান'-র উপস্থিতিই বদলে দেয় ছবি! IPL-কে জনপ্রিয় করে তুলতে অপরিহার্য ছিলেন শাহরুখ, দাবি মোদির
বিশ্বের জনপ্রিয়তম ক্রিকেট লিগ হিসাবে আইপিএল বহু আগেই নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছে। ক্রিকেট ও রুপোলি পর্দার মেলবন্ধন, বরাবরই আইপিএল আকর্ষণের অন্যতম প্রধান কারণ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে এই আইপিএলকে আজকের এই উচ্চতায় পৌঁছনোর জন্য একজন ব্যক্তির অবদান অপরিহার্য। তিনি শাহরুখ। অন্তত এমনটাই দাবি ললিত মোদির।
আইপিএল টুর্নামেন্টের প্রতিষ্ঠাতার দাবি যে মহিলা এবং বাচ্চাদের আইপিএলের প্রতি আগ্রহ তৈরি করার জন্য শাহরুখ খানের আইপিএলের সঙ্গে যুক্ত হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, 'আমার মনে হয়েছিল শাহরুখ খান মহিলা ও বাচ্চাদের এই টুর্নামেন্টের প্রতি আগ্রহী করে তুলবে। ভিউয়ারশিপ বাড়ানোর জন্য মহিলা ও বাচ্চাদের আইপিএলের প্রতি আগ্রহী হওয়াটা অত্যন্ত জরুরি ছিল।'
আইপিএলের প্রথম ম্যাচটিতেই শাহরুখের কেকেআর ও আরসিবি একে অপরের মুখোমুখি হয়েছিল। সেইটিও পরিকল্পনামাফিকই ছিল বলে জানান ললিত মোদি।
'আমরা ইচ্ছা করেই প্রথম দিন শাহরুখ বনাম বিজয়ের ম্যাচ রেখেছিলাম। এমন দুইজন মানুষ যাঁরা জাঁকজমক পরিপূর্ণ, রাজার হালে জীবন কাটান, বাঁচেন।' জানান ললিত।
শাহরুখের দল কেকেআর তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন। তবে কলকাতা শাহরুখের পছন্দের তালিকায় প্রথম তিনেও ছিল না। মুম্বই, আমদাবাদ,দিল্লি, বেঙ্গালুরুর দল না পেয়ে কেকেআর কেনেন শাহরুখ।
শাহরুখের আইপিএলে যুক্ত হওয়ার গুরুত্ব বোঝাতে তিনি আরও বলেন, 'শাহরুখ খানের আইপিএল দলের জন্য বিড করাটা গুরুত্বপূর্ণ ছিল। তাতে আইপিএলে (আর্থিকভাবে) খুব বড় কিছু পার্থক্য হয়নি। তবে বিষয়টা অনেক বড় খবর হয়।'
শাহরুখ জনপ্রিয়তা যে আইপিএলকে বিশ্বস্তরে জনপ্রিয় করে তোলার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল, তা ললিত মোদির মন্তব্যেই কিন্তু স্পষ্ট। ছবি-পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -