IPL 2025: 'কী এমন ভুল করেছি আমি?', আইপিএলে অবিক্রিত থাকার পর প্রথমবার মুখ খুললেন পৃথ্বী
কেরিয়ারের শুরুতে তাঁর সঙ্গে সচিন তেন্ডুলকরের তুলনা টানা হত। কিন্তু শুরুটা যতটা ধুমকেতূর মত হয়েছে, ঠিক ততটাই পারফরম্য়ান্স গ্রাফ নীচে নেমেছে পৃথ্বী শ-র।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশৃঙ্খল জীবনযাত্রা, ফিটনস সমস্য়া ও অহেতুক জেদ, দলের অন্দরেই বারবার পৃথ্বীকে নিয়ে অনেক ক্ষোভ জমা হয়েছে।
নিলামে ৭৫ লক্ষ টাকা বেস প্রাইস থাকা সত্ত্বেও কোনও দলই তাঁকে নিতে আগ্রহ প্রকাশ করেনি। এরপরই সোশ্য়াল মিডিয়ায় ক্রমেই ট্রোল হতে হচ্ছে পৃথ্বীকে। অনেকেই তাঁর মধ্যে বিনোদ কাম্বলির ছায়া দেখতে পাচ্ছেন।
এবার ফোকাসড ইন্ডিয়ান বলে একটি ইউটিউব চ্যানেলে যাবতীয় ট্রোল নিয়ে মুখ খুললেন পৃথ্বী। তরুণ ওপেনার সমালোচকদের একহাত নিলেন।
পৃথ্বী বলেন, ''যাঁরা আমাকে নিয়ে ট্রােল করেন, তাঁদের বেশিরভাগই আমাকে কিন্তু ফলোও করেন না সোশ্য়াল মিডিয়ায়। অথচ আমাকে নিয়ে তাঁদের এত আলোচনা। এটা আমি ইতিবাচক ভাবেও দেখি।''
তরুণ ওপেনার বলছেন, ''যাঁরা আমাকে চেনেই না। তাঁরা কীভাবে আমাকে ট্রোল করে আমি সেটাই বুঝে পাই না। ট্রোলের ভাল-খারাপ দুদিনই রয়েছে।
পৃথ্বী আরও বলেন, ''মাঝে মাঝে আমি ভাবি যে কী ভুল আমি করেছি। কিন্তু সেরকম না হলে আমাকে এখান থেকে বেরতেও হবে।''
নিলামে পৃথ্বীর দল না পাওয়া মহম্মদ কাইফ বলেছিলেন, ''দিল্লি ক্যাপিটালস আইপিএলে পৃথ্বীকে অনেকবার ব্যাক করেছে। ও পাওয়ার প্লে স্পেশালিস্ট ছিল। কিন্তু তা কাজে লাগাতে পারেনি পৃথ্বী।''
কাইফ আরও বলেন, ''দিনের পর দিন খারাপ পারফরম্য়ান্সের পরও ওর পাশে থাকার চেষ্টা করেছিলাম আমরা। কিন্তু ও বদলায়নি। তার জন্য ফ্র্যাঞ্চাইজিকে অভিযুক্ত করার কোনও মানেই হয় না।''
আইপিএলের নিলামে ২ কোটি টাকা বেস প্রাইস থেকে ৭৫ লক্ষ টাকা
- - - - - - - - - Advertisement - - - - - - - - -