IPL 2021 CSK Vs KKR: দুবাইয়ে ডুপ্লেসি ঝড়, সিএসকে-র চতুর্থ আইপিএল খেতাবজয় যে পথে, রইল ছবিতে
ফাফ ডু প্লেসির দুরন্ত ব্যাটিং ও চেন্নাই বোলারদের ভাল বোলিংয়ের সুবাদে চতুর্থবার আইপিএল খেতাব জিতে নিল চেন্নাই সুপার কিংস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৫৯ বলে ৭টি চার ও ৩ টি ছক্কার সাহায্যে ৮৬ রানের দুরন্ত ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান।
টসে জিতে চেন্নাইকে প্রথমে ব্যাট করতে পাঠান কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান। ফাইনালের মঞ্চে শুরু থেকেই ঝড় তোলেন চেন্নাইয়ের ব্যাটসম্যানরা।
রুতুরাজ গায়কোয়াড়, রবীন উথাপ্পা ও মইন আলিকে সঙ্গে নিয়ে একপ্রান্ত আগলে রেখে ১৯২ রানের বড় স্কোর খাড়া করেন ডু প্লেসি।
গ্যালারিতে হাজির থেকে ধোনি ব্রিগেডের জয় উপভোগ করলেন মাহি পত্নি সাক্ষী ও মেয়ে জিভা।
জবাবে কেকেআর শিবিরের দুই ওপেনাররাও ভাল শুরু করেছিলেন, ফিরে আসছিল ২০১২ আইপিএল ফাইনালের স্মৃতি।
তবে ক্যাপ্টেন কুলের অধিনায়কত্ব ও চেন্নাই বোলারদের ভাল বোলিংয়ের সুবাদে মাঝপথে খেই হারায় কেকেআর ব্যাটিং লাইন।
২০১০, ২০১১, ২০১৮ সালের পর এই নিয়ে চতুর্থবার আইপিএল খেতাব জিতল সিএসকে।
২০১২ ও ২০১৪ আইপিএলে ফাইনালে রান তাড়া করতে নেমে জয়ের রাস্তা খুঁজে পেয়ে খেতাব পেলেও এবার ব্যর্থ হল কেকেআর।
২৭ রানে ম্যাচ জিতে চতুর্থবার আইপিএল খেতাব জিতল সিএসকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -