IPL Purple Cap: বাতিলের তালিকা থেকে পার্পল ক্যাপের দৌড়ে, চমকে দিলেন যাঁরা
এবারের আইপিএলে (IPL) যেন তাঁর পুনর্জন্ম হয়েছে। ৭ ম্যাচে ১৮ উইকেট। ওভার প্রতি খরচ করেছেন আট রানেরও কম। মাত্র ৭.২৮ রান। পার্পল ক্যাপ আপাতত তাঁর দখলে। দুই নম্বরে থাকা টি নটরাজনের থেকে বেশ কিছুটা এগিয়ে। রাজস্থান রয়্যালসের বোলিং আক্রমণের সেরা স্তম্ভ হয়ে উঠেছেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাঁর মাথাতেই কি শেষ পর্যন্ত উঠবে পার্পল ক্যাপ? যা পেয়ে থাকেন আইপিএলের সর্বোচ্চ সংখ্যক উইকেট শিকারিরা। চাহালকে কড়া পরীক্ষার মুখে ফেলতে পারেন টি নটরাজন। চাহালের মতো তিনিও চোট সারিয়ে ক্রিকেটের মূল স্রোতে ফিরেছেন। এবং সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে আগুন ঝরাচ্ছেন। ৭ ম্যাচে ১৫ উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে দুই নম্বরে নটরাজন।
পার্পল ক্যাপ জেতার দৌড়ে রয়েছেন ডোয়েন ব্র্যাভোও। সে যতই তাঁর দল চেন্নাই সুপার কিংস পয়েন্ট টেবিলের নীচের দিকে থাকুক না কেন। ৮ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন ব্র্যাভো। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কীর্তিও ক্যারিবিয়ান তারকার ঝুলিতে।
৭ ম্যাচে ১৩ উইকেট নিয়ে পার্পল ক্যাপ জেতার অন্যতম দাবিদার হিসাবে উঠে এসেছেন কুলদীপ যাদব। এক সময় তাঁর সঙ্গে চাহালের জুটিকে কুলচা বলা হতো। জাতীয় দলে স্পিন পার্টনারের মতোই এবারের আইপিএলে নিজেকে নতুন করে প্রমাণ করছেন চায়নাম্যান স্পিনার।
৮ ম্যাচে ১১ উইকেট নিয়ে পার্পল ক্যাপ জেতার দৌড়ে রয়েছেন উমেশ যাদব। কলকাতা নাইট রাইডার্সে প্রত্যাবর্তনের পর নাইটদের সেরা বোলিং অস্ত্র হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন বিদর্ভের পেসার।
৬ ম্যাচে ১১ উইকেট নিয়ে আইপিএলের সেরা বোলার হওয়ার দৌড়ে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের পেসার খলিল আমেদ। প্রত্যেক ১৩ (১৩.০৯) বল পর উইকেট তুলে চলেছেন তিনি।
তালিকায় সাত নম্বরে আবেশ খান। ৭ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন লখনউ সুপারজায়ান্টসের পেসার। তবে চোটের জন্য তিনি লখনউয়ের আগের ম্যাচ খেলতে পারেননি। ভক্তরা প্রার্থনা করছেন, দ্রুত মাঠে ফিরুন তিনি।
শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিলাম থেকে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৮ ম্যাচে ১১ উইকেট নিয়ে দলের আস্থার মর্যাদা রাখছেন তিনি।
আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে গুজরাত টাইটান্স। যার নেপথ্যে অন্যতম প্রধান কারণ মহম্মদ শামির ফর্ম। ৭ ম্যাচে ১০ উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে রয়েছেন বাংলার পেসার।
তালিকায় দশ নম্বরে পাঞ্জাব কিংসের স্পিনার রাহুল চাহার। ৮ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -