Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Golden Ducks in IPL: আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে বেশি শূন্য কোন ব্যাটসম্যানদের?
চলতি আইপিএল একেবারেই ভাল যাচ্ছে না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির। দু’বার পরপর দু’টি ম্যাচে কোনও রান না করেই আউট হয়ে গিয়েছেন তিনি। তবে আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে বেশিবার শূন্য রানে যে ব্যাটসম্যানরা আউট হয়েছেন, তাঁদের মধ্যে বিরাট নেই। ছবি সৌজন্যে https://www.instagram.com/virat.kohli/
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা আইপিএল-এ সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হয়েছেন। ১৪ বার তিনি কোনও রান করতে পারেননি। ছবি সৌজন্যে https://www.instagram.com/rohitsharma45/
আইপিএল-এ সবচেয়ে বেশিবার শূন্য করা ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানে দীনেশ কার্তিক। তিনি ১৩ বার শূন্য করেছেন। ছবি সৌজন্যে https://www.instagram.com/dk00019/
অজিঙ্কা রাহানেও আইপিএল-এর ইতিহাসে ১৩ বার কোনও রান না করেই আউট হয়ে গিয়েছেন। ছবি সৌজন্যে https://www.instagram.com/harbhajan3/
প্রাক্তন অলরাউন্ডার হরভজন সিংহও আইপিএল-এ ১৩ বার শূন্য রান করেছেন। পীযূষ চাওলা, মনদীপ সিংহ, পার্থিব পটেল, অম্বাতি রায়াডুও ১৩ বার শূন্য রান করেছেন। ছবি সৌজন্যে https://www.instagram.com/harbhajan3/
আইপিএল-এ ১২ বার শূন্য রান করে আউট হয়েছেন গৌতম গম্ভীর ও মণীশ পাণ্ডে। ছবি সৌজন্যে https://www.instagram.com/gautamgambhir55/
আইপিএল-এ ১১ বার শূন্য রানে আউট হয়েছেন অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল। ছবি সৌজন্যে https://www.instagram.com/gmaxi_32/
আফগানিস্তানের তারকা অলরাউন্ডার রশিদ খানও আইপিএল-এ ১১ বার কোনও রান না করেই আউট হয়ে গিয়েছেন। ছবি সৌজন্যে https://www.instagram.com/rashid.khan19/
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন তারকা ব্যাটার এবি ডিভিলিয়ার্স আইপিএল-এ ১০ বার শূন্য রান করে আউট হয়েছেন। ছবি সৌজন্যে https://www.instagram.com/abdevilliers17/
ভারতের তারকা ব্যাটার শিখর ধবনও আইপিএল-এ ১০ বার কোনও রান না করেই আউট হয়েছেন। ছবি সৌজন্যে https://www.instagram.com/shikhardofficial/
কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবিয়ান তারকা সুনীল নারিনও আইপিএল-এ ১০ বার শূন্য করেছেন। ছবি সৌজন্যে https://www.instagram.com/sunilnarine24/
- - - - - - - - - Advertisement - - - - - - - - -