IPL 2022: ওস্তাদের মার শেষ রাতে, যেভাবে শেষ ওভারে ম্যাচ জেতালেন ধোনি
আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর পদার্পণের পর থেকেই বিশ্ব ক্রিকেট তাঁকে ফিনিশার হিসেবে দেখে এসেছে। অবসরের পরও যে তাঁর ব্য়াটে মরচে ধরেনি, তার আঁচ পাওয়া গেল মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৫৬ রান তাড়া করতে নেমেছিল চেন্নাই সুপার কিংস। শেষ ওভারে ১৭ রান দরকার ছিল তাদের।
সেই ওভারের প্রথম বলে প্রিটোরিয়াসকে আউট করে দিয়েছিলেন জয়দেব উনাদকাট। উইকেটের সামনে পা পড়ে গিয়েছিল প্রোটিয়া অলরাউন্ডারের।
প্রিটোরিয়াসের জায়গায় ব্যাট করতে এসেছিলেন ডোয়েন ব্র্যাভো। সিঙ্গল নিয়ে তিনি ধোনিকে স্ট্রাইক দেন।
৪ বলে ১৬ রান দরকার ছিল তখনও পর্যন্তও। এই পরিস্থিতি থেকে এর আগেও দেশকে ও আইপিএলে সিএসকেকে অনেক ম্যাচ জিতিয়েছেন।
এদিনও তার ব্যতিক্রম হল না। সেই ওভারের তৃতীয় বলেই লং অফের ওপর দিয়ে ছক্কা হাঁকালেন।
৩ বলে ১০ চাই এরপর। ওভারের চতুর্থ বলে বাউন্ডারি হাঁকালেন শর্ট ফাইন লেগে বাউন্ডারি।
ম্যাচ তখন অনেকটাই পকেটে পুরে নিয়েছে চেন্নাই। ২ বলে ৬ রান দরকার ছিল তাদের। পঞ্চম বলে মিড উইকেটে বল পাঠিয়ে দ্রুত ২ রান নেন এমএসডি।
শেষ বলে বাউন্ডারি হাঁকালে ম্যাচ চেন্নাইয়ের, অন্যদিকে নায়ক হওয়ার সুযোগ ছিল জয়দেব উনাদকাটেরও।
কিন্তু ওস্তাদের মার শেষ রাতে..তিনি যে বিশ্বের সেরা ফিনিশার এখনও, তা প্রমাণ করে দিলেন আরও একবার। পায়ে লক্ষ্য করে বল করেছিলেন উনাদকাট, লেগে সেই বলটি হালকা ফ্লিক করে বাউন্ডারি ফেন্সিংয়ের বাইরে বল পাঠিয়ে দেন এমএসডি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -