IPL 2022: বিনোদনের আইপিএলে সবচেয়ে বেশি দল বদলেছেন এই ক্রিকেটাররা
ইশান্ত শর্মা এই তালিকায় থাকবেন। এখনও পর্যন্ত আইপিএল কেরিয়ারে ৬টি দলে খেলেছেন তিনি। কলকাতা নাইট রাইডার্স, ডেকান চার্জাস, সানরাইজার্স হায়দরাবাদ, রাইজিং পুণে সুপারজায়ান্টস, কিংস ইলেভেন পাঞ্জাব ও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১১ সালে কোচি টাস্কার্সের বিরুদ্ধে ৩ ওভারে ১২ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন। যা ইশান্তের সেরা স্পেল আইপিএলে। এবার যদিও কোনও দলে খেলছেন না ইশান্ত।
এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন রবিন উথাপ্পা। টুর্নামেন্টের ইতিহাসে নবম সর্বাধিক রান সংগ্রাহক উথাপ্পা।
আইপিএলে ৬টি দলে খেলেছেন রবিন উথাপ্পা। মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পুণে ওয়ারিয়র্স, কেকেআর, রাজস্থান ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন।
আইপিএলে পাঞ্জাবের হয়ে কেরিয়ার শুরু করেছিলেন যুবরাজ সিংহ। পরবর্তীতে তিনি পুণে ওয়ারিয়র্স, আরসিবি, দিল্লি ডেয়ারডেভিলস, সানরাইজার্স ও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন।
সবধরণের ক্রিকেট থেকে অবসর নেওয়া যুবরাজ সিংহ আইপিএলের ইতিহাসে একমাত্র প্লেয়ার হিসেবে একই মরসুমে ২ বার হ্যাটট্রিক নিয়েছেন।
প্রাক্তন নাইট রাইডার্স অধিনায়ক দীনেশ কার্তিক আরও পাঁচটি টিমে খেলেছেন। দিল্লি ডেয়ারডেভিলস, কিংস ইলেভেন পাঞ্জাব, মুম্বই ইন্ডিয়ান্স, আরসিবি, গুজরাত লায়ন্সের হয়ে খেলেছেন।
চলতি মরসুমে আরসিবি ফিনিশার হিসেবে খেলতে দেখা যাচ্ছে কার্তিককে। এবার ৫ কোটি ৫০ লক্ষ টাকায় তাঁকে কিনেছে আরসিবি।
অস্ট্রেলিয়ার তারকা ওপেনার অ্যারন ফিঞ্চও রয়েছেন তালিকায়। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়তক প্রথমবার ২০১০ সালে রাজস্থানে জার্সিতে খেলেছেন।
এরপর ফিঞ্চ দিল্লি, সানরাইজার্স, পুণে, মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাত লায়ন্স, আরসিবি ও চলতি মরসুমে কেকেআরের হয়ে খেলছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -