Top 10 IPL Knocks: এখনও পর্যন্ত এবারের আইপিএলের চোখধাঁধানো সেরা ১০ ইনিংস
দুরন্ত ফর্মে থাকা বাটলারের ব্যাট থেকে এখনও পর্যন্ত এসেছে ৩টি শতরান। সবচেয়ে সেরা সেঞ্চুরিটি এসেছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। ১১৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি সেই ম্যাচে। রাজস্থানও ২ উইকেট হারিয়ে বোর্ডে ২২২ রান তুলে ফেলেছিল। যা এবারের টুর্নামেন্টে কোনও দলের করা প্রথম ইনিংসে সর্বাধিক রান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদ্বিতীয় স্থানে কে এল রাহুলের এবারের মরসুমে করা প্রথম শতরান। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
তৃতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে করা ডেভিড মিলারের অপরাজিত ৯৪ রানের ইনিংসটি। গুজরাত টাইটান্সকে সেই ম্যাচে জয় পেতে সাহায্য করে মিলারের ইনিংসটি।
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেও সেঞ্চুরি হাঁকিয়েছেন জস বাটলার।
আইপিএলের ইতিহাসে দ্রুততম অর্ধশতরানের মালিক প্যাট কামিন্স। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৪ বলে অর্ধশতরান করেছিলেন তিনি।
গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আয়ুশ বাদোনির ইনিংসটিও দুর্দান্ত। ৫৪ রানের ইনিংস খেলেছিলেন তরুণ এই ব্যাটার। তবে ম্যাচে লখনউ সুপার জায়ান্টস হেরে গিয়েছিল।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই এসেছিল ফের সেঞ্চুরি। এবারের টুর্নামেন্টে তৃতীয় সেঞ্চুরি বাটলারের।
মরসুমের প্রথম ম্যাচেই অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন এম এস ধোনি। কেকেআরের বিরুদ্ধে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ঝড় রাসেলের ব্যাটে। ২ টো বাউন্ডারি ও ৮টি ছক্কার সাহায্যে অপরাজিত ৭০ রানের ইনিংস খেলেছিলেন রাসেল।
আরসিবির বিরুদ্ধে ৪৬ বলে ৯৫ রানের ইনিংস খেলেছিলেন শিভম দুবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -