IPL Records: আইপিএলে ধোনির এই রেকর্ড আর কারও নেই
তাঁর নেতৃত্বে চারবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। উইকেটের পিছনেও অনন্য কীর্তি রয়েছে মহেন্দ্র সিংহ ধোনির। আইপিএলে উইকেটকিপারদের মধ্যে সবচেয়ে বেশি শিকার মাহির। ১২৬টি ক্যাচ ও ৩৯টি স্টাম্পিং মিলিয়ে ১৬৫ শিকার রয়েছে ধোনির।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appধোনির পরেই রয়েছেন দীনেশ কার্তিক। ১২১টি ক্যাচ ও ৩২টি স্টাম্পিং সহ আইপিএলে ১৫৩ শিকার রয়েছে ডিকের।
তালিকায় অনেক পিছনে, তিন নম্বরে রবিন উথাপ্পা। তিনি নিয়মিত উইকেটকিপার নন। এবার সিএসকে-তে উইকেটকিপিং করছেন না। তবু ৯০টি শিকার রয়েছে উথাপ্পার ঝুলিতে।
তাঁর প্রায় ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন বাংলার ঋদ্ধিমান সাহা। আইপিএলে ৮৬টি শিকার রয়েছে তাঁর।
তালিকায় পাঁচ নম্বরে পার্থিব পটেল। ৬৫টি ক্যাচ ও ১৬ স্টাম্পিং সহ আইপিএলে মোট ৮১ শিকার রয়েছে পার্থিবের।
৭৫টি শিকার সহ তালিকায় ছ'নম্বরে রয়েছে নমন ওঝা।
অন্যদের তুলনায় আইপিএলে কম ম্যাচ খেলেছেন ঋষভ পন্থ। তবে ৭২টি শিকার রয়েছে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের।
৬৮টি শিকার সহ তালিকায় আট নম্বরে কুইন্টন ডি'কক।
অ্যাডাম গিলক্রিস্ট আইপিএলে ৮০ ম্যাচ খেলে নিয়েছেন ৬৭টি শিকার।
ব্যাট হাতে রান পাচ্ছেন। সঞ্জু স্যামসনের গ্লাভসেও ৫৪টি শিকার জমা পড়েছিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -