IPL 2022: বরাবরের গাঁট মুম্বইয়ের বিরুদ্ধে বড় জয়, প্লে-অফ আশায় কেকেআর
গতকাল আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট তালিকায় সবার শেষে থাকা মুম্বই ইন্ডিয়ান্সকে সহজেই হারিয়ে প্লে-অফের যোগ্যতা অর্জন করার আশা বাঁচিয়ে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচের আগে পয়েন্ট তালিকায় ৯ নম্বরে ছিলেন নাইটরা, তবে জয় পেয়ে ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তাঁরা এখন ৭ নম্বরে উঠে এসেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগতকাল প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১৬৫ রান করে কেকেআর। বেঙ্কটেশ আইয়ার ও নীতীশ রানা দু’জনেই করেন ৪৩ রান। অজিঙ্কা রাহানে করেন ২৫ রান। রিঙ্কু সিংহ ২৩ রান করে অপরাজিত থাকেন। মুম্বইয়ের হয়ে অসাধারণ বোলিং করেন জসপ্রীত বুমরাহ। মাত্র ১০ রান দিয়ে ৫ উইকেট নেন এই ডানহাতি পেসার। জোড়া উইকেট নেন কুমার কার্তিকেয়। একটি করে উইকেট নেন ড্যানিয়েল স্যামস ও মুরুগান অশ্বিন।
রান তাড়া করতে নেমে মাত্র ১১৩ রানে অলআউট হয়ে যায় মুম্বই ইন্ডিয়ান্স। একা লড়াই করেন ওপেনার ঈশান কিষান। তিনি করেন ৫১ রান। কেকেআর-এর হয়ে ভাল বোলিং করেন প্যাট কামিন্স। তিনি ২২ রান দিয়ে ৩ উইকেট নেন। জোড়া উইকেট নেন আন্দ্রে রাসেল। একটি করে উইকেট নেন টিম সাউদি ও বরুণ চক্রবর্তী। ছবি সৌজন্যে https://twitter.com/IPL
চলতি মরসুমে মুম্বইয়ের পারফরম্যান্স একেবারেই বলার মতো নয়। ১১ ম্যাচ খেলে মাত্র দু’টিতে জয় পেয়েছে রোহিত শর্মার দল। চলতি আইপিএল-এ প্রথম দল হিসেবে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে মুম্বই।
আইপিএল-এ বরাবরই কলকাতার শক্ত গাঁট মুম্বই। এখনও পর্যন্ত দু’দল মুখোমুখি হয়েছে ৩১ বার। তার মধ্যে ২২টি ম্যাচই জিতেছে মুম্বই, কেকেআর জিতেছে ৯টি ম্যাচে। তবে গতকাল সহজ জয় পেয়েছেন শ্রেয়স আইয়াররা।
প্লে-অফের দৌড়ে টিকে থাকলেও, এখনও অনেক অঙ্কের হিসেব রয়েছে কেকেআর-এর সামনে। নিজেরা শুধু বাকি ম্যাচগুলি জিতলেই হবে না, অন্য ম্যাচগুলির ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। রান রেটও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
গতকালের ম্যাচে গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট পাওয়ার পাশাপাশি কেকেআর-এর পক্ষে উজ্জ্বল দিক হল বেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা ও প্যাট কামিন্সের ভাল পারফরম্যান্স। রিঙ্কু সিংহ এই মরসুমে ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন। তিনি মিডল ও লোয়ার অর্ডারে দলকে ভরসা দিচ্ছেন। ছবি সৌজন্যে https://twitter.com/IPL
গত কয়েক মরসুম ধরেই কেকেআর-এর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। চলতি মরসুমে কখনও ব্যাট হাতে, আবার কখনও বল হাতে ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন এই অলরাউন্ডার। কেকেআর-কে প্লে-অফের যোগ্যতা অর্জন করতে হলে বাকি ম্যাচগুলিতে রাসেলকে ভাল খেলতে হবে। ছবি সৌজন্যে https://twitter.com/IPL
কলকাতার অধিনায়ক শ্রেয়স আইয়ারের ফর্ম অবশ্য দলের পক্ষে চিন্তার বিষয়। শ্রেয়স মিডল অর্ডারে সেভাবে দলকে ভরসা দিতে পারছেন না। গতকালও তিনি ৮ বল খেলে মাত্র ৬ রান করে আউট হয়ে যান। তাঁর ফর্মে ফেরা দলের পক্ষে জরুরি।
শনিবার, ১৪ মে পরবর্তী ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হতে চলেছে কেকেআর। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -