IPL 2022: নিলামে ছিলেন অবিক্রিত, ইডেনে রেকর্ড গড়ে সেঞ্চুরি পাতিদারের
মঞ্চ সাজানো ছিল বিরাট কোহলির (Virat Kohli) জন্য। আন্তর্জাতিক ক্রিকেটে ও আইপিএলে যাঁর শেষ সেঞ্চুরি ইডেনে (Eden Gardens)। পয়মন্ত মাঠে ফের রং ছড়াবেন কোহলি, ভরা ইডেনও যেন সেই স্বপ্নে বিভোর হয়েছিল। কোহলি পারেননি। ইনিংস ওপেন করতে নেমে ২৪ বলে ২৫ রানে আউট হয়ে ফেরেন তিনি। কোহলির জন্য সাজানো মঞ্চে বুধবার দেখা গেল রজত-রাজ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতিন নম্বরে ব্যাট করতে নেমে ৫৪ বলে ১১২ রান করে অপরাজিত রইলেন মধ্যপ্রদেশের ব্যাটার রজত পাতিদার (Rajat Patidar)। মাত্র ৪৯ বলে সেঞ্চুরি সম্পূর্ণ করলেন।
বুধবার সন্ধেয় ইডেনে কালবৈশাখী এল না। এল রজত-ঝড়। ৪৯ বলে সেঞ্চুরি করলেন আরসিবির আনক্যাপড ব্যাটার। একাই টানলেন আরসিবিকে।
নিলামে অবিক্রিত ছিলেন রজত। কোনও দল না নেওয়ায় শেষ পর্যন্ত রজতকে আরসিবি নিয়েছিল রিপ্লেসমেন্ট হিসেবে। আর সেই রজত এদিন প্রমাণ করলেন, তিনি কী করতে পারেন!
লুভনিথ সিসোদিয়া ছিটকে যাওয়ার পর রজতকে দলে নিয়েছিল আরসিবি।
সেঞ্চুরির পর রজত বলেন, ‘ভাল লাগছে যে, আমরা এই বিশাল রান করতে পেরেছি। দারুণ পিচ।’
রজত বলেন, ‘আমি ফাঁক দেখে খেলার চেষ্টা করছিলাম। শতরানের কথা মাথায় রেখে খেলিনি। শুধু চেষ্টা করছিলাম যত বেশি রান করা যায়।’
রজত করে ফেললেন অনন্য আইপিএল রেকর্ড। টুর্নামেন্টের ১৫ বছরের ইতিহাসে এই প্রথম 'আনক্যাপড' (যিনি এখনও দেশের হয়ে খেলেননি) ব্যাটার হিসাবে আইপিএল প্লেঅফে শতরান করার নজির গড়লেন।
আইপিএলে বীরেন্দ্র সহবাগ, শেন ওয়াটসন, ঋদ্ধিমান সাহা ও মুরলী বিজয়ের পর পঞ্চম ক্রিকেটার হিসাবে প্লে অফে সেঞ্চুরির নজির গড়লেন রজত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -