IPL 2022, RR vs RCB: কার্তিক, শাহবাজের দুরন্ত পার্টনারশিপে ম্লান বাটলারের ইনিংস, রাজস্থানকে হারাল আরসিবি
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুরন্ত জয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। ৪ উইকেটে জয় পায় বিরাট-ফাফরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজস্থানের হয়ে ধারাবাহিক ইনিংস খেললেন জস বাটলার। ৬টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৭ বলে ৭০ রানের ইনিংস খেলেন তিনি।
আরসিবির জার্সিতে ধারাবাহিকভাবে খেলছেন এখন শাহবাজ আহমেদ। ২৬ বলে ৪৫ রানের ইনিংস খেলেন বাংলার এই তারকা অলরাউন্ডার। ৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান তিনি।
ম্যাচের আগে সঞ্জু স্যামসন ও ফাফ ডু প্লেসি। এবারের টুর্নামেন্টে ৩ ম্যাচে খেলে ২ দলই এখন ১টি করে ম্যাচ হেরেছে।
ম্যাচের পর ২ দলের ২ তারকা ব্যাটার। বাটলারের সঙ্গে আলাপচারিতায়
আরসিবির জয়ের অন্যতম কারিগর শাহবাজ আহমেদ ও দীনেশ কার্তিক। কার্তিক ২৩ বলে অপরাজিত ৪৪ রানের ইনিংস খেলেন। ৭টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি।
আরসিবি পাঞ্জাবের বিরুদ্ধে তাদের প্রথম ম্য়াচে হারলেও পরের ২ ম্যাচে কলকাতা ও গতকাল রাজস্থানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে।
পুরনো দল আরসিবির বিরুদ্ধে খেলতে নেমেছিলেন যুজবেন্দ্র চাহাল। এই বছর রাজস্থানের হয়ে খেলছেন তিনি।
মাত্র ৫ রান করে রান আউট হয়ে যান বিরাট কোহলি এই ম্যাচে। চাহালই তাঁকে রান আউট করে দেন।
এই মুহূর্তে আইপিএলে অরেঞ্জ ক্যাপের মালিক জস বাটলার। ৩ ম্য়াচে ২০৫ রান করেছেন ইংল্যান্ডের এই ব্যাটার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -