IPL 2022: এক নজরে দেখে নিন গুজরাত টাইটান্স ও লখনউ সুপারজায়ান্টসের তারকা ক্রিকেটারদের
গুজরাত টাইটান্স দলের পেস বোলিং বিভাগের নেতৃত্বে দেখা যাবে মহম্মদ শামিকে। আগের মরসুম পর্যন্ত পাঞ্জাব কিংসে ছিলেন তিনি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাংলার ঋদ্ধিমান সাহাকে দেখা যাবে এবার গুজরাত টাইটান্সের জার্সিতে। অভিজ্ঞ এই উইকেট কিপার ব্য়াটার জাতীয় দলে ফেরার লড়াই করছেন। এই টুর্নামেন্টে রান পান কি না তা দেখার।
ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ বলা হয় শুভমন গিলকে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা শুভমন এবার গুজরাতের জার্সিতে খেলবেন। ওপেনার হিসেবে দেখা যাবে তাঁকে।
কে এল রাহুলের নেতৃত্বে এবার খেলতে নামবে লখনউ সুপারজায়ান্টস। আগের মরসুম পর্যন্ত পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দিয়েছেন কে এল।
লখনউ সুপারজায়ান্টস দলের তারকা অলরাউন্ডার ক্রুণাল পাণ্ড্য। মুম্বই ইন্ডিয়ান্স এবার নিলামের আগে ছেড়ে দিয়েছিল তাঁকে।
ক্রুণালের ভাই হার্দিক পাণ্ড্য গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসেবে এবার মাঠে নামবেন। প্রথমবার আইপিএলে অধিনায়কত্ব করতে দেখা যাবে হার্দিককে।
যুব বিশ্বকাপে সাড়া ফেলে আইপিএলের গ্রহে ঢুকে পড়েছিলেন। পাঞ্জাব কিংসের জার্সিতে চমকও দেখিয়েছেন। এবার লখনউয়ের জার্সিতে দেখা যাবে তরুণ লেগি রবি বিষ্ণােইকে।
রঞ্জিতে রাহুলের রাজ্য দলের সতীর্থ মণীশ পাণ্ডেও রয়েছেন লখনউ শিবিরে। মিডল অর্ডারে ব্যাটিং বিভাগে ভরসা জোগাতে পারেন তিনি।
লখনউ সুপারজায়ান্টস শিবিরের পেস বোলিং বিভাগের অন্যতম সেরা তারকা আবেশ খান। মধ্যপ্রদেশের এই ক্রিকেটার দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন গত মরসুম পর্যন্ত।
লকি ফার্গুসন মানেই পেসের ফুলঝুরি। এবারও তেমনই দেখতে পাওয়া যাবে মনে করা হচ্ছেন। গুজরাত টাইটান্সের জার্সিতে দেখা যাবে এই কিউয়ি তারকাকে।
আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খানকে দেখা যাবে গুজরাত টাইটান্সের জার্সিতে। আগের মরসুম পর্যন্ত সানরাইজার্সের অঙ্গ ছিলেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -