IPL 2022: রবি রাতের নায়ক, ফিরে দেখা আইপিএলে ডেভিড মিলারের সেরা কয়েকটি ইনিংস
আইপিএলের মঞ্চই তাঁকে বিশ্বক্রিকেটে পরিচিতি এনে দিয়েছিল। সেই ডেভিড মিলার আবার ফিরলেন তাঁর পুরনো ছন্দে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ঝোড়ো ব্যাটিংয়ে দলকে জয় এনে দিলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসিএসকের বিরুদ্ধে ৫১ বলে ৯৪ রান করে অপরাজিত ইনিংস খেললেন মিলার। তাঁর ও রশিদ খানের দুরন্ত ব্য়াটিংয়ের সুবাদেই জাডেজার দলকে হারিয়ে দিল গুজরাত টাইটান্স।
নিজের ইনিংসে ৮টি বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকান বাঁহাতি এই তারকা প্রোটিয়া ব্যাটার।
এর আগেও এমন ইনিংস খেলেছেন মিলার। ২০১৩ সালে তৎকালীন ২ দল কিংস ইলেভেন পঞ্জাবের জার্সিতে ৩৮ বলে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলেন মিলার। আরসিবির বিরুদ্ধে এসেছিল সেই ইনিংস।
২০১৫ মরসুমে পাঞ্জাবের জার্সিতেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৫৫ বলে অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলেছিলেন মিলার। যদিও দলকে জেতাতে পারেননি তিনি।
পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৪১ বলে ৫০ রানের ইনিংস খেলেছিলেন ২০১৩ সালেই মিলার। এই ইনিংসগুলোই তাঁকে কিলার মিলার নামে বিশ্ব ক্রিকেটে পরিচিতি তৈরি করে।
২০১৪ সালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৯ বলে অপরাজিত ৫১ রানের ইনিংস খেলেছিলেন বাঁহাতি তারকা।
মাঝে রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলেছিলেন ডেভিড মিলার। কিন্তু সেই দলের হয়ে সেভাবে ব্যাট হাতে সাফল্য পাননি তিনি।
চেন্নাইয়ের বিরুদ্ধে দুর্দান্ত ইনিংসের জন্য স্বভাবতই ম্যাচের সেরাও নির্বাচিত হন মিলার। ম্যাচে তাঁর স্ট্রাইক রেট ছিল ১৮৪-এর ওপর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -