IPL Records: আইপিএলে সবচেয়ে কম ম্যাচ খেলে ৫০ উইকেট, দেখে নিন প্রথম দশে কারা
আইপিএলে অনন্য এক নজির রয়েছে কাগিসো রাবাডার। দক্ষিণ আফ্রিকার তারকা পেসার মাত্র ২৭ ম্যাচ খেলে আইপিএলে ৫০ উইকেট নিয়েছিলেন। টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাঁর ঘূর্ণি বুঝতে এখনও নাজেহাল হন ব্যাটাররা। কলকাতা নাইট রাইডার্সের বিস্ময় স্পিনার সুনীল নারাইন আইপিএলে ৩২ ম্যাচ খেলে ৫০টি উইকেট নিয়েছিলেন।
তালিকায় তিন নম্বরে লাসিথ মালিঙ্গা। যাঁর ইয়র্কার বিশ্বের তাবড় ব্যাটারদের ঘুম কেড়ে নিয়েছিল। ৩৩ ম্য়াচ খেলে আইপিএলে ৫০ উইকেট নিয়েছিলেন।
তালিকায় চার নম্বরে দক্ষিণ আফ্রিকার লেগস্পিনার ইমরান তাহির। আইপিএলে ৩৫ ম্যাচ খেলে ৫০ উইকেট নিয়েছিলেন তাহির।
এক সময় মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম সেরা বোলিং অস্ত্র ছিলেন। মিচেল ম্যাকলেনাঘান আইপিএলে ৩৬ ম্যাচ খেলে ৫০ উইকেট সম্পূর্ণ করেছিলেন।
তালিকায় ৬ নম্বরে অমিত মিশ্র। ভারতের লেগস্পিনার ৩৭ ম্যাচে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন।
অজি পেসার মিচেল জনসন একসময় গোটা বিশ্বের সমস্ত ব্যাটারদের ত্রাস ছিলেন। আইপিএলেও সফল। ৩৯ ম্যাচে ৫০ উইকেট নিয়েছিলেন তিনি।
জনসনের মতোই ৩৯ ম্যাচেই ৫০ উইকেট নিয়েছিলেন মোহিত শর্মা। একটা সময় যিনি ডেথ ওভারে মহেন্দ্র সিংহ ধোনির সেরা ভরসা ছিলেন।
আইপিএলে ৪০তম ম্যাচে ৫০ উইকেট নিয়েছিলেন সন্দীপ শর্মা। যিনি এবার খেলছেন পাঞ্জাব কিংসে।
ডেকান চার্জাসকে আইপিএল চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা ছিল আর পি সিংহের। আইপিএলে ৪০ ম্য়াচে ৫০ উইকেট নিয়েছিলেন বাঁহাতি পেসার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -