Andre Russell: ইডেন মুখিয়ে ফের রাসেল ঝড়ের অপেক্ষায়, ক্যারিবিয়ান তারকার পেটানো চেহারার রহস্য কী?
আইপিএলের দামামা বেজে গিয়েছে। আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে ক্রিকেটের সবচেয়
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে বড় তারকা আন্দ্রে রাসেলও প্রস্তুতি সারছেন। ব্যাট হাতে ইডেনে ফের ঝড় তুলতে পারবেন দ্রে রাস?
রাসেলের ফিটনেস যে কোনও ক্রীড়াব্যক্তিত্বের কাছে ঈর্ষণীয়। গভীর রাতেও জিমে সময় কাটান কখনও কখনও ক্যারিবিয়ান তারকা।
রাসেলের ফিটনেসের অন্যতম রহস্য স্ট্রেংথ অনুশীলন। দীর্ঘ সময় কার্ডিও করেন এই অলরাউন্ডার।
ইউটিউবে বিভিন্ন ফিটনেস ও শরীরচর্চা সংক্রান্ত ভিডিও দেখে থাকেন রাসেল। নিজের জিম সেশনে সেগুলো প্রয়োগের চেষ্টা করেন।
এর আগের কয়েকটি মরসুমে রাসেলের ফিটনেস নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছিল। প্রায় প্রতি ম্যাচেই কোনও না কোনও ভাবে চোট পেতেন তিনি।
নতুন মরশুমে মাঠে নামার আগে নিজেকে ঘষেমেজে নতুনভাবে গড়ে তুলছেন ৩৫ বছরের এই ডানহাতি বিধ্বংসী ব্যাটার।
২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত তিনি খেলবেন। এটা হবে মেরুন জার্সিতে তাঁর শেষ খেলা। এবার টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। ফলে নিজের ঘরের মাঠে খেলে অবসর নিতে চান রাসেল।
প্রোটিন জাতীয় খাবারই বেশি করে খান রাসেল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা সাধারণ পার্টি করতে বেশ পছন্দ করেন। তবে রাসেল খুব একটা পার্টিতে উপস্থিত হন না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -