IPL 2024: ধোনির শহর থেকে ধূমকেতুর মত উত্থান, আইপিএলে নতুন চমক নিরাপত্তারক্ষীর ছেলে
আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে আইপিএল। আগামী ২২ মার্চ শুরু প্রথম ম্য়াচে। মুখোমুখি চেন্নাই ও আরসিবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগুজরাত টাইটান্স তাঁদের অভিযান শুরু করবে আগামী ২৪ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।
গুজরাত শিবিরে এবার খেলবেন রবিন মিঞ্জ। তিনি প্রথম আদিবাসী ক্রিকেটার যিনি আইপিএলে খেলবেন।
ধোনির শহর রাঁচির ছেলে রবিনকে নিলাম থেকে ৩ কোটি ৬০ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছে এবার গুজরাত শিবির। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্য়ান্সের পুরস্কার পেলেন রবিন।
ছেলে কোটি টাকার চুক্তি পেয়েছে আইপিএলে। এরপরও বিমানবন্দরে নিরাপত্তারক্ষীর চাকরি করছেন ফ্লান্সিস। চাকরি ছাড়ার কথা ভাবছেনও না তিনি।
রোহিতরা বর্তমানে রাঁচিতে টেস্ট খেলতে ব্যস্ত। তাঁরা যখন বিমানবন্দর থেকে বেরিয়ে যাচ্ছিলেন, তখন বীরসা মুন্ডা বিমানবন্দরে নিরাপত্তারক্ষীর দায়িত্বে ছিলেন রবিন মিঞ্জ।
১৪০-এর পাশাপাশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন ঘরোয়া ক্রিকেটে রবিন। গত বছর মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাম্পেও সুযোগ পেয়েছিলেন এই তরুণ।
২২ গজে মারকাটারি ব্যাটিংয়ে এতটাই সফল মিঞ্জ যে তাঁকে দেখে প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা মক নিলামে রবিনকে কায়রন পোলার্ড বলেছিলেন।
নিলামের টেবিলে হাড্ডাহাড্ডি লড়াই করেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের মতন আইপিএলের অন্যতম সফল দুই দলও। শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালস দলকে নিলামের লড়াইতে হারিয়ে রবিনকে দলে নিয়েছে গুজরাট টাইটানস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -