IPL 2024: ব্যালকনির সামনে নীল সমুদ্র, বান্দ্রায় আকাশছোঁয়া মূল্যের বিলাসবহুল ফ্ল্য়াট নিলেন পৃথ্বী
দিল্লি ক্যাপিটালসের ওপেনার পৃথ্বী শ। সম্প্রতি নিজের নতুন ফ্ল্য়াট কিনেছেন ২২ বছরের তরুণ ব্যাটার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবান্দ্রার মত দামি এলাকায় নিজের একটি বিলাসবহুল প্যারাডাইস কিনেছেন ডানহাতি এই ওপেনার। স্বপ্নের এই বাড়িটি তৈরি করতে মোট প্রায় ১৬.৫০ কোটি টাকা খরচ করেছন পৃথ্বী।
প্রায় ১৬৫৪ স্কোয়ার ফুট টেরেস রয়েছে পৃথ্বীর ফ্ল্য়াটে। ২০২২ সালেই কিনেছিলেন পৃথ্বী বাড়িটি, কিন্তু এটা হাতে পেতে সময় লেগে গেল তাঁর।
মুম্বইয়ের বিখ্যাত ইন্টিরিয়র ডিজাইনিং কোম্পানি পৃথ্বীর ঘরের অন্দরশয্যা সাজিয়েছেন।
২০২২ সালে দিল্লি ক্যাপিটালস পৃথ্বীকে নিলাম থেকে ৭. ৫ কোটি টাকা মূল্যে দলে নিয়ে নেয়। সেই থেকে দিল্লি দলের সদস্যই তিনি।
সোশ্যাল মিডিয়ায় নিজের ফ্ল্য়াটের ছবি পোস্ট করেছেন পৃথ্বী। শাহরুখ খান,অজয় দেবগন,রণবীর কাপুর, আলিয়া ভাটরা পৃথ্বীর প্রতিবেশী এখন।
আন্তর্জাতিক ক্রিকেটে নজরকাড়া অভিষেকের পরও চোট আঘাত, বিশৃঙ্খল জীবনযাত্রার জন্য হারিয়ে গিয়েছিলেন পৃথ্বী। মাঠের বাইরেও বিতর্কে জড়িয়েছেন। তবে ঘরোয়া ক্রিকেটে এই মরশুমে দারুণ পারফর্ম করেছেন এই তরুণ।
পৃথ্বীর ফ্ল্য়াটের ব্যালকনির থেকে চোখ রাখলেই নীল সমুদ্র দেখতে পাওয়া যায়। এছাড়া সুইমিং পুল, ঘরের ভেতর ফলস সিলিং, ঝাড়বাতিতে সাজানো পুরো।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -