Dinesh Karthik: ধোনির আগেই ২২ গজে উত্থান, তবুও কেরিয়ারে মাহির ছায়া হয়েই থেকে গিয়েছিলেন কার্তিক
গতকালই আইপিএলে শেষ ম্য়াচটি খেলে ফেললেন দীনেশ কার্তিক। আরসিবির বিরুদ্ধে ম্য়াচের পর গ্লাভস জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নেন অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০২২ সালে আরসিবিতে যোগ দেওয়ার পর থেকে ফিনিশার হিসেবে দায়িত্ব সামলেছেন এই ফ্র্যাঞ্চাইজির জার্সিতে। এর আগে কেকেআর, দিল্লি, পাঞ্জাব, মুম্বই, গুজরাত লায়ন্সের হয়ে খেলেছেন।
গতকাল ম্য়াচের পর কার্তিককে বুকে জড়িয়ে ধরেন বিরাট। চোখে জল নিয়ে মাঠ ছাড়েন কার্তিক। তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।
আইপিএলে ২৫৭ ম্য়াচ খেলেছেন ৪৮৮২ রান করেছেন। তবে সর্বাধিক ১৮ বার এই টুর্নামেন্টে শূন্য রানে আউট হওয়ার লজ্জার রেকর্ডও গড়েছেন।
২০০৪ সালে টেস্ট ক্রিকেটে ও ওয়ান ডে ফর্ম্য়াটে অভিষেক। কিন্তু সেই একই সময় মহেন্দ্র সিংহ ধোনিও আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন। ধোনির ধারাবাহিক পারফরম্য়ান্স ও জাতীয় দলের অধিনায়ক হয়ে ওঠা, কার্তিককে লড়াইয়ে বেশ পিছিয়ে দিয়েছিল।
পারিবারিক জীবনেও টালমাটাল পরিস্থিতির মুখে পড়েছেন। প্রথম স্ত্রী গর্ভবতী অবস্থায় কার্তিককে ছেড়ে তাঁরই সতীর্থ মুরলি বিজয়কে বিয়ে করেছিলেন। এই মানসিক আঘাত খেলার পারফরম্য়ান্সেও প্রভাব ফেলেছিল।
২০২১ সাল পর্যন্ত কেকেআর দলের অধিনায়ক ছিলেন। কিন্তু ২০২২ নিলামের আগে কেকেআর ছেড়ে দেয় কার্তিককে। তাঁকে সাড়ে পাঁচ কোটি টাকা মূল্য দলে নেয় আরসিবি।
সবাই ভেবেছিল দীনেশ কার্তিকের কেরিয়ার শেষ। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করাল অভিজ্ঞ ক্রিকেটার। আরসিবির জার্সিতে ফিনিশার হিসেবে অনবদ্য পারফরম্য়ান্সের পুরস্কার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলেও সুযোগ পেয়ে যান।
আইপিএল থেকে কার্তিকের আয়ও কিন্তু মোটা অঙ্কের। ৭ বছরের কেরিয়ারের মোট ৯২.৪২ কোটি টাকা আয় করেছেন তামিলনাড়ুর এই অভিজ্ঞ ক্রিকেটার।
জাতীয় দলের গ্রহ থেকে দীর্ঘদিন বাইরে তিনি। তাঁকে হয়ত নির্বাচকরাও আর ভাববেন না। সেক্ষেত্রে আইপিএলই ছিল শেষবার নিজের ২২ গজের পারফরম্য়ান্স তুলে ধরার। গতকাল সেখানেও ইতি টানলেন। এবার হয়ত কমেন্ট্রি বক্সে পাকপাকি ভাবে দেখা যাবে কার্তিককে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -