GT vs RCB: ভাঙল গেলের কীর্তি, জ্যাকস-কোহলির দাপটের রাতে রেকর্ডের বন্যা

আইপিএলে গুজরাত টাইটান্সকে ৯ উইকেটে হারিয়ে দিল ফাফ ডুপ্লেসি-বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টানা দুই ম্যাচে জিতল আরসিবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ঘরের মাঠে প্রথমে ব্যাট করে গুজরাত টাইটান্স তুলেছিল ২০০/৩। জবাবে ১৬ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ আরসিবির।

১২ বলে ২৪ রান করে ডুপ্লেসি ফিরলেও ৪১ বলে অপরাজিত সেঞ্চুরি উইল জ্যাকসের। ৪৪ বলে ৭০ রানে অপরাজিত ছিলেন কোহলি।
এই ম্যাচে একাধিক রেকর্ড হল। ২৪ বল বাকি থাকতে ম্যাচ জিতল আরসিবি। দুশোর বেশি রান তাড়া করে এটাই সবচেয়ে বেশি বল বাকি থাকতে জয় কোনও দলের।
গুজরাত টাইটান্সের লেগস্পিনার রশিদ খানের এক ওভারে উঠল ২৯ রান। জ্যাকস নিলেন ২৮, কোহলি ১। আইপিএলে এটাই রশিদ খানের সবচেয়ে ব্যয়বহুল ওভার।
৫০ থেকে একশো রানে পৌঁছতে মাত্র ১০ বল নিলেন জ্যাকস। এটাই আইপিএলে সবচেয়ে কম বলে ৫০ থেকে ১০০-য় পৌঁছনোর নজির। ভেঙে গেল ক্রিস গেলের ১৩ বলে ৫০ থেকে সেঞ্চুরি করার কীর্তি।
আইপিএলের ইতিহাসে পঞ্চম দ্রুততম সেঞ্চুরি জ্যাকসের। ২০১৩ সালে ৩০ বলে গেলের করা সেঞ্চুরি দ্রুততম।
আরসিবির এটা দ্বিতীয় বৃহত্তম রান তাড়া করে জয়। ২০১০ সালে ঘরের মাঠে পাঞ্জাব কিংসের ২০৪ রান তাড়া করে জিতেছিল আরসিবি।
নিজের ইনিংসের শেষ ২৪ বলে ৮৩ রান করেন জ্যাকস।
কোহলির সঙ্গে দ্বিতীয় উইকেটে ৭৪ বলে ১৬৬ রানের অবিচ্ছেদ্য পার্টনারশিপ গড়ে তোলেন জ্যাকস। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -