Glenn Maxwell: কেকেআরের বিরুদ্ধেও খেলবেন না আরসিবির সেরা অলরাউন্ডার? বড় খবর দিলেন তারকা ক্রিকেটার
প্রথমে জানা গিয়েছিল, মানসিক স্বাস্থ্যের জন্য তিনি আইপিএল (IPL 2024) থেকে সাময়িক বিরতি নিয়েছেন। শারীরিক কারণের কথাও বলেছিলেন, তবে সেটা খোলসা করে কিছু বলেননি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) একাদশে তাঁকে দেখা যাচ্ছে না। খেলছেন না ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবেও।
ইডেনে কলকাতা নাইট রাইডার্সের (KKR vs RCB) বিরুদ্ধে ম্যাচের আগে জানা গেল, চোট রয়েছে আরসিবি তারকার। তিনি কেকেআরের বিরুদ্ধেও খেলতে পারবেন না।
তাঁর কী চোট রয়েছে, তা এতদিনে জানা গেল। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার জানালেন, তাঁর ঊরুতে চোট রয়েছে। যে কারণে তিনি খেলতে পারছেন না। আপাতত রিহ্যাব চলছে ম্যাড ম্যাক্সের।
গত বছর ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপে দুরন্ত ছন্দে ছিলেন ম্যাক্সওয়েল। পায়ে প্রবল পেশির টান সামলে, কার্যত এক পায়ে খেলে আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর ডাবল সেঞ্চুরি নিয়ে এখনও চর্চা হয় ক্রিকেটবিশ্বে।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে তিনি জ্বলে উঠবেন, এটাই প্রত্যাশা করেছিলেন আরসিবি সমর্থকেরা। কিন্তু আইপিএলে নিজের ছন্দের ধারেকাছে নেই ম্যাক্সওয়েল। বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য তাঁকে বলা হয় ম্যাড ম্যাক্স। অথচ চলতি আইপিএলে তিনি ভীষণ নিষ্প্রভ। ৬ ইনিংসে মাত্র ৫.৩৩ গড়ে ৩২ রান করেছিলেন ম্যাক্সওয়েল। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তিনি না খেলায় মনে করা হয়েছিল, হাতের বুড়ো আঙুলে চোট পেয়েই হয়তো খেলতে পারছেন না তিনি।
তবে ম্যাক্সওয়েল নিজেই এবার জানিয়েছেন, না খেলতে পারার কারণ। ম্যাক্সওয়েল বলেছেন, 'আমার ঊরুতে টান লেগেছিল। তাই আরও কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে। শুশ্রূষা চলছে।'
ম্যাড ম্যাক্স যোগ করেছেন, 'একটু সময় পেয়েছি। তাই ট্রেনিং করছি। নিজেকে সঠিক জায়গায় আনার চেষ্টা করছি। যদি দলে কোনও জায়গা তৈরি হয়, তাহলে নিশ্চয়ই আমি ঢোকার জন্য চেষ্টা করব।'
আরসিবির ষষ্ঠ হারের পর ম্যাক্সওয়েল জানিয়েছিলেন, তিনি নিজেই অধিনায়ক ফাফ ডুপ্লেসি ও কোচের কাছে গিয়ে বলেন যে, অন্য় কাউকে দেখার সময় এসেছে।
তিনি বলেন, 'আমি আগেও এরকম সময়ে পড়েছি যখন খেলেই গিয়েছি আর আরও খারাপ করে গিয়েছি। আমার মনে হয়েছে নিজেকে মানসিক ও শারীরিক বিশ্রাম দেওয়ার এটাই আদর্শ সময়। যাতে যখন টুর্নামেন্টে ফিরব, মানসিক ও শারীরিক দিক থেকে এমন জায়গায় থাকব যাতে ম্যাচে প্রভাব ফেলতে পারি।' ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -