IPL 2024: ঝুলিতে দুটো আইসিসি ট্রফি, আইপিএলে যে দলেই এসেছেন সেই দলই পারেনি খেতাব জিততে
মার্কাস স্টােইনিস অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পরিচিত মুখ। তারকা এই অলরাউন্ডার আইপিএলে এখনও পর্যন্ত চারটি দলের হয়ে খেলেছেন। যার শুরুটা হয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপাঞ্জাবের জার্সিতে ২০১৬-২০১৮ পর্যন্ত আইপিএলে খেলেছেন। দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি তিনি।
শুধু পাঞ্জাব নয়। এছাড়াও আইপিএলে চলতি বছর পর্যন্ত আরও তিনটি দলের হয়ে খেলেছেন তিনি। কিন্তু কোনও দলই আজ পর্যন্ত আইপিএল খেতাব জেতেনি।
২০২০-২০২১ দুটো মরশুম দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলেছিলেন স্টোইনিস। কিন্তু দিল্লিও আজ পর্যন্ত আইপিএল জেতেনি।
স্টোইনিস সেই ২০১৩-২০১৪ মরশুম থেকে মেলবোর্ন স্টার্সের হয়ে বিগ ব্যাশ লিগে খেলেন! অথচ আজ পর্যন্ত একবারও তারা বিগ ব্যাশে চ্যাম্পিয়ন হতে পারেনি!
২০১২-২০১৩ মরশুম পর্যন্ত পার্থ স্কর্চার্সের সদস্য ছিলেন স্টোইনিস। সেই মরশুম পর্যন্ত বিগ ব্যাশে খেতাব জিততে পারেনি তারা। পরের মরশুমেই স্টোইনিস দল ছাড়লে পার্থ খেতাব জেতে।
২০১৮-২০১৯ মরশুমে আরসিবির জার্সিতে খেলেছিলেন মার্কাস স্টোইনিস। পরের মরশুমে দিল্লি চলে যান তিনি।
২০০৮ সাল থেকে আইপিএলে খেলেও আজ পর্যন্ত আইপিএলে জিততে পারেনি আরসিবি।
লখনউ সুপারজায়ান্টস জার্সিতে খেলছেন স্টোইনিস বর্তমানে। এই দলটিও তৃতীয় মরশুম খেলছে আইপিএল। প্রথম দুটো মরশুমে খেতাব জেতেনি তারা।
2024 সালে SA20-তে ডারবান সুপারজায়ান্টসে যোগ দিলেন স্টোইনিস, কিন্তু তারা ফাইনালে পৌঁছেও পরাজিত হল! দেশের জার্সিতে দুটো আইসিসি ট্রফি জিতলেও ফ্র্যাঞ্চাইজি লিগে ভাঁড়ার শূন্য স্টোইনিস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -